অনর্থক অজুহাত আর নয়
১। ক্লান্ত? আগে ঘুমুতে যান
২। শরীর বেঢপ ? আরও শরীর চর্চা করুন
৩। সময় নাই? টি ভি দেখা বন্ধ করুন
৪। অর্থ নেই? অপচয় বন্ধ করুন
৫। জটিল মনে হচ্ছে? ছোট করে শুরু করে চেষ্টা করুন
৬। জ্ঞান নাই? শিখুন আর বই পড়ুন
আমরা সবাই জানি আমাদের কি করতে হবে /? কিন্তু বেশীর ভাগ লোক করেন না কারন তারা তাদের কম্ফরট জোনের বা আরামের জায়গা ছেড়ে কাজে প্রবৃত্ত হতে চান না । এটি কঠিন মনে হলেও ওজুহাত তৈরি করা অনেক সহজ।