এটিও একটি মেডিক্যাল বিষয়। অন্তিম অসুখের দ্বারে এলে কী কী কাজ করা উচিত, আমরা ডাক্তাররা এমন পরামর্শ দিতে পারি কারণ এ বড় বাস্তব সত্য। কেবল জীবন নয় জীবন দীপ নির্বাপিত হবার আগ মুহূর্ত যেন হয় উপভোগের। অবশ্য সবার এমন মৃত্যু হবে তাও নয়, অনেকে মৃত্যু সন্নিকট হলে যান হসপিসে তবে তারা ভাগ্যবান।
মৃত্যু সন্নিকট এমন পরিস্থিতিতে সময়ের সদ্ব্যবহারে
১। এই ব্যাধি সম্বন্ধে জ্ঞান আহরণ করে নিজেকে সমৃদ্ধ করুন
২। আগে ভাগেই নিজেকে ক্ষমা করে দিন যে কাজ সমাপ্ত করে যেতে পারলেন না
৩। এ সময়ের অগ্রাধিকার বিবেচনা করুন
৪। একটি ভাল শান্তিময় মৃত্যুর পরিকল্পনা করুন
৫। প্রিয়জনের সাথে নিজের অনুভূতি সম্বন্ধে খোলাখুলি বলুন
৬। একটি প্রাক্টিকেল সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করুন
৭। পেপার ওয়ার্ক, উইল বা ইন্সুরেন্স এসব শেষ করুন
৮। ফিউনারেলের প্রাক পরিকল্পনা করে রাখুন, অনেকে মরণোত্তর দেহ দান করলে সে কাজ করে রাখুন
৯। যা বলতে চান সন্তান পরিবার বন্ধুদের বলুন
১০। কিছু কাজ করে যান: দেখুন সূর্যাস্ত, প্রিয়জনের হাত ধরে রাখুন কিছু সময় স্ত্রী /স্বামী বা সন্তানের, ছোট খাট আনন্দ পান এমন কাজ করুন।