আজ আন্তর্জাতিক পুরুষ দিবস । এবারের থিম ঃ “Making a difference for men and boys “\
ওয়েস্ট ইন্ডিজের এক বিশ্ব বিদ্যালয়ের ইতিহাসের প্রভাষক ড জেরমে টে লাক সিং এই দিবস প্রতিষ্ঠা করেন ১৯৯৯ সালে ।
বিশ্ব জুড়ে যে সব পুরুষ বড় রকমের ইতিবাচক ভুমিকা রেখেছেন সে দিকে আলোকপাত করা আর পুরুষ বৈশ্বিক পর্যায়ে যে সব ইস্যুর মুখোমুখি হয় সেগুলো সম্বন্ধে সচেতন করা এই দিবসের লক্ষ্য ।
আত্ম হত্যা , বিষাক্ত পৌরুষ , মানসিক স্বাস্থ্য আলোচনার বিষয় ।
এই দিবস পালনের উদ্দ্যেশ্য গুলো
পুরুষের ইতিবাচক রোল মডেল উৎসাহিত করা
সমাজে পুরুষের ইতিবাচক ভুমিকা আর অবদান উদযাপন করা
পুরুষের স্বাস্থ্য আর কুশলের দিকে নজর দেওয়া ।
পুরুষের বিরুদ্ধে বৈষম্য তুলে ধরা
জেন্ডার সম্পর্ক উন্নত করা আর জেন্ডার সমতা উৎসাহিত করা
একটি আরও নিরাপদ আর উত্তম বিশ্ব গড়ে তোলা ।
বিশ্বের কয়েকজন বিখ্যত পুরুষের উক্তি
আমার সফলতা দিয়ে আমাকে বিচার করোনা , আমাকে বিচার করো আমি কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছি ” …নেলসন মেন ডেলা ।
” ইহাই হয়ত আমার শেষ বার্তা ,আজ হইতে বাংলাদেশ স্বাধীন । আমি বাংলাদেশের জনগণকে আহবান জানাইতেছি যে, যে যেখানে আছ , যাহার যা কিছু আছে , তাই নিয়ে রুখে দাড়াও , সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো । পাকিস্তানী দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত আর চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও ।”
বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ।
“একজন ব্যক্তি তার একটি ধারনার জন্য মৃত্যু বরন করিতে পারে , কিন্তু মৃত্যুর পর তা প্রমূর্ত হতে পারে সহস্র সহস্র জীবনে “…… নেতাজী সুভাষ চন্দ্র বো স ।
“গ্রন্থ একজন ব্যক্তিকে প্রদর্শন করে যে তার মৌলিক চিন্তা গুলো আর তেমন নতুন কিছু নয় । ” আব্রাহাম লিঙ্কন
দুটো জিনিষ অনন্ত অসীম , এই বিশ্ব ব্রহ্মাণ্ড আর মানুষের মু ঢ় তা ।
আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে নিশ্চিত নহি …।।আলবার্ট আইন সটা ইন ।
“অন্ধকার অন্ধকার দূর করতে পারেনা । পারে একমাত্র আলো । ঘৃণা ঘৃণাকে দূর করতে পারেনা , পারে কেবল ভালবাসা ,” মার টিন লুথার কিং জুনিয়ার
“তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারনা , তবে অভ্যাস বদলাতে পার । আর অভ্যাস বদলে দেবে ভবিষ্যৎ ” এ পি যে আবুল কালাম ।
তিনটি জিনিষ দীর্ঘ সময় লুকানো যাবেনা , সূর্য , চন্দ্র আর সত্য ।” গৌতম বুদ্ধ ।
“পরিবর্তন ঘটে কারন সাধারণ মানুষ অসাধারণ কাজ করে ফেলে ।” বারাক ও বামা