আন্তর্জাতিক পুরুষ দিবস

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস । এবারের থিম ঃ “Making a difference for men and boys “\
ওয়েস্ট ইন্ডিজের এক বিশ্ব বিদ্যালয়ের ইতিহাসের প্রভাষক ড জেরমে টে লাক সিং এই দিবস প্রতিষ্ঠা করেন ১৯৯৯ সালে ।
বিশ্ব জুড়ে যে সব পুরুষ বড় রকমের ইতিবাচক ভুমিকা রেখেছেন সে দিকে আলোকপাত করা আর পুরুষ বৈশ্বিক পর্যায়ে যে সব ইস্যুর মুখোমুখি হয় সেগুলো সম্বন্ধে সচেতন করা এই দিবসের লক্ষ্য ।
আত্ম হত্যা , বিষাক্ত পৌরুষ , মানসিক স্বাস্থ্য আলোচনার বিষয় ।
এই দিবস পালনের উদ্দ্যেশ্য গুলো
পুরুষের ইতিবাচক রোল মডেল উৎসাহিত করা
সমাজে পুরুষের ইতিবাচক ভুমিকা আর অবদান উদযাপন করা
পুরুষের স্বাস্থ্য আর কুশলের দিকে নজর দেওয়া ।
পুরুষের বিরুদ্ধে বৈষম্য তুলে ধরা
জেন্ডার সম্পর্ক উন্নত করা আর জেন্ডার সমতা উৎসাহিত করা
একটি আরও নিরাপদ আর উত্তম বিশ্ব গড়ে তোলা ।
বিশ্বের কয়েকজন বিখ্যত পুরুষের উক্তি
আমার সফলতা দিয়ে আমাকে বিচার করোনা , আমাকে বিচার করো আমি কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছি ” …নেলসন মেন ডেলা ।
” ইহাই হয়ত আমার শেষ বার্তা ,আজ হইতে বাংলাদেশ স্বাধীন । আমি বাংলাদেশের জনগণকে আহবান জানাইতেছি যে, যে যেখানে আছ , যাহার যা কিছু আছে , তাই নিয়ে রুখে দাড়াও , সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো । পাকিস্তানী দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত আর চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও ।”
বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ।
“একজন ব্যক্তি তার একটি ধারনার জন্য মৃত্যু বরন করিতে পারে , কিন্তু মৃত্যুর পর তা প্রমূর্ত হতে পারে সহস্র সহস্র জীবনে “…… নেতাজী সুভাষ চন্দ্র বো স ।
“গ্রন্থ একজন ব্যক্তিকে প্রদর্শন করে যে তার মৌলিক চিন্তা গুলো আর তেমন নতুন কিছু নয় । ” আব্রাহাম লিঙ্কন
দুটো জিনিষ অনন্ত অসীম , এই বিশ্ব ব্রহ্মাণ্ড আর মানুষের মু ঢ় তা ।
আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে নিশ্চিত নহি …।।আলবার্ট আইন সটা ইন ।
“অন্ধকার অন্ধকার দূর করতে পারেনা । পারে একমাত্র আলো । ঘৃণা ঘৃণাকে দূর করতে পারেনা , পারে কেবল ভালবাসা ,” মার টিন লুথার কিং জুনিয়ার
“তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারনা , তবে অভ্যাস বদলাতে পার । আর অভ্যাস বদলে দেবে ভবিষ্যৎ ” এ পি যে আবুল কালাম ।
তিনটি জিনিষ দীর্ঘ সময় লুকানো যাবেনা , সূর্য , চন্দ্র আর সত্য ।” গৌতম বুদ্ধ ।
“পরিবর্তন ঘটে কারন সাধারণ মানুষ অসাধারণ কাজ করে ফেলে ।” বারাক ও বামা

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.