“My children didn’t choose to be born, I chose to have children. They owe me nothing, I owe them everything”, ইলন মাস্কের নামে উক্তিটি সম্প্রতি জনপ্রিয় হয়েছিল।
সংসারে যখন টানাপড়েন চলে, কে কেমন সংসারে, সন্তানের বিভিন্ন ভরণপোষণের ব্যাপারে অবদান রাখছে তখন প্রায়শই আর্থিক ব্যাপারে কলহ বিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। কোন কোন ক্ষেত্রে শারীরিক নির্যাতনের পর্যায়েও চলে যায়। এসব সন্তানের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘ প্রভাব ফেলে, সন্তানরা কখনো এসব ভুলে যায় না, আজীবন ট্রমার মধ্য দিয়ে যায়।
সন্তানের লেখাপড়া ও অন্যান্য খাতে কেমন খরচ হচ্ছে, কে কম দিচ্ছে বেশি দিচ্ছে—এসবও সামনাসামনি বলার বিষয় নয়। দেখা যায়, একজন চায় আবেগ ভালবাসা দিয়ে, একজন চায় টাকা দিয়ে দায়িত্ব ব্যালেন্স করতে। এসব করতে গিয়ে বাবা-মা’র উচিত নয় সন্তানের কাছে একজন আরেকজনকে ভিলেন বানানো। আর্থিক ব্যাপারে কলহ বিবাদ তাই সন্তানের সামনে নয়, বাবা-মা নিজেদের মধ্যে আলাদাভাবে আলাপ করে নিলে ভালো। সংসারে কার দায়িত্ব কতটুকু হবে, কেমন হবে। পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন।