আলঝাইমার্স কি প্রাথমিক ভাবে মগজের রোগ নয়? সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানী রা বলেন আলঝাইমার্স হতে পারে মগজের ভেতর ইম্মুন সিস্টেম বৈকল্য। এটি একটি নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার।
হয় স্মৃতি লোপ ও বুদ্ধিবৃত্তি লোপ। এর চিকিৎসা খুব সীমিত। কারণ এ রোগের কার্যকারণ আমরা জানি কম। কী করে মগজের কোষের বিনাশ ঘটে, এর অন্তরনিহিত কী রহস্য?
বিটা এমাইলয়েড নামে প্রোটিনের গঠন প্রতিরোধ চিকিৎসা চলছে এত দিন। কিন্তু বিজ্ঞানীরা এখন বলেন এর কারণ অন্যত্র।
দেহের সব খানে আছে ইম্মুন সিস্টেম। কেউ ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হলে ইম্মুন সিস্টেম এর বিরুদ্ধে লড়াই করে। মগজে তেমন ঘটে।
বিটা এমাইলয়েড আমাদের ইম্মুন সিস্টেম সুরক্ষা করা আর শক্তিশালী করতে সহায়তা করে। তবে দুর্ভাগ্য বশত এটি অটোইমুন প্রসেসে ও কেন্দ্রীয় ভূমিকা নেয়। বিটা এমাইলয়েড মগজের ইম্মুন রেস্পন্সে ও মূল চাবিকাঠি। কিন্তু এটি অনুপ্রবেশকারি ব্যাকটেরিয়া ও হোস্ট মগজ কোষ এদের মধ্যে তফাত বুঝতে পারে না। তাই এটি উজ্জীবিত করে ইম্মুন রেসপন্স যা সুস্থ মগজ কোষদের আক্রমণ করে। এ থেকে হয় ক্রনিক ক্রমান্বয়ে মগজের কোষ কাজ কর্মের লোপ। অবশেষে হয় ডিমেনশিয়া। এমন ঘটে কারন আমাদের দেহের ইমুন সিস্টেম ব্যাকটেরিয়া ও মগজ কোষের মধ্যে তফাত বোঝে না।
বিজ্ঞানীরা বলেন এমিনো এসিড ট্রিপটোফ্যান থেকে তৈরি বায়োলজি ক্যাল প্রডাক্ট এমাইলয়েড বিটা প্রতিরোধে বিশেষ করে কার্যকর। এই গবেষণা থেকে আসতে পারে আলঝাইমার্স এর নতুম চিকিৎসা। এটি টার্গেট করতে পারে রোগের অন্তর্গত চালক। বিজ্ঞানীরা ভাবেন মগজের অন্য ইম্মুন নিয়ন্ত্রক পথরেখা টার্গেট করে রোগের চিকিৎসার নতুন আর কার্যকর চিকিৎসা দৃষ্টিভঙ্গী। অপেক্ষা করি।