ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বললেন, ইনসুলিন নিতে হবে
তবে যা হোক মনে রাখুন
১.ইনসুলিন নিচ্ছেন মানে রোগ খারাপের দিকে তা নয়
২. ইনসুলিন নিলে শরীরের কোন ক্ষতি হয় না
৩.কিন্তু ইন্সুলিন নিলেও খাবার যেভাবে খেতে হবে বলেছেন ডাক্তার সে রকম খেতে হবে
৪.ব্যায়াম করবেন পরামর্শ মত
৫. ইন্সুলিন রাখবেন ফ্রিজে
