অনেকে ইন্টারভিউ নিতে বসেন তবে ইন্টারভিউ নেয়া একটি কুশলি ব্যাপার। এ নিয়ে বলব।
ইন্টার্ভিউতে কিছু অপ্রয়োজনীয় প্রশ্ন
১। আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন
২। পাচ বছর আগে কি দেখেছেন করেছেন
৩। আপনার শক্তি আর দুর্বলতা কিকি
৪। কেন আপনাকে চাকরি দেব
৫। আপনার সি ভি তে এতবার চাকরি বদলানো কেন
জব বাজারে এখন যদি প্রার্থী এমন প্রশ্ন করেন?
১। আপনার কোম্পানি সম্বন্ধে কিছু বলুন
২। গত পাঁচ বছরে কোম্পানির গ্রোথ কি দেখেছেন?
৩। আপনার কোম্পানির শক্তি আর দুর্বলতা কি কি?
৪। আমি কেন আপনার কোম্পানিতে যোগদান করব?
৫। আপনার কোম্পানি সম্বন্ধে এত ঋণাত্মক রিভিউ কেন?
ইন্টারভিউ একটি কুশলি কাজ এর জন্য দরকার সঠিক প্রশিক্ষণ, দুর্ভাগ্যবশত ইন্টারভিউ যারা নেন তারা মনে করেন তারা এই দক্ষতা অর্জন করে ফেলেছেন।