করোনাকালে ও পরেও বিশ্বে ৮ পরিবর্তন হওয়া উচিত জীবনযাপনে, বলেন বিশেষজ্ঞরা
১। নিরাপদ বাতাস
অন্দরের বাতাসকে বাইরের বাতাসের মত নিরাপদ করার চেষ্টা করা; বিনিয়োগ ভেন্টিলেশন আর ফিল্ট্রেশন যন্ত্রপাতিতে।
২। বিশ্বে টিকা প্রদান প্রসার
এতে ধীর হবে নতুন ভেরিয়েন্টদের উদ্ভব আর বাঁচবে প্রাণ
৩। কোভিড-১৯ এর ওপর নজরদারি
নানা দেশ কোভিড-১৯কে স্থায়ী নজরদারিতে রাখবে যাতে সংক্রমণ হার অনুসরণ করা যায় আর দেখতে পারি কোথায় রোগের বিস্তার ঘটছে
৪। দীর্ঘ মেয়াদি প্রভাব সম্পর্কে অবহিত হওয়া
কোভিড-১৯-এর দীর্ঘ মেয়াদি প্রভাব সম্পর্কে অধিক অবহিত হওয়া। আমাদের উপলব্ধি আরও উন্নত করা যাতে আমরা এর প্রতিরোধ আর চিকিৎসা করতে পারি।
৫। বৈশ্বিক সারভিলেন্স
সংক্রামক রোগের বৈশ্বিক সারভিলেন্স আরও জোরদার করা। যাতে আমরা ভবিষ্যতের প্রাদুর্ভাব সহজে দ্রত মোকাবেলা করতে পারি।
৬। প্রয়োজন বিনিয়োগ
হেলথ সিস্টেমে অধিক বিনিয়োগ। প্যান্ডেমিকের কারণে তা নিঃশেষিত।
৭। অসমতা দূরীকরণ
স্বাস্থ্য, শিক্ষা, সিক পে, আর আবাসনের ব্যাপারে অসমতা দূর করা। এতে আমরা সবাই আরও হব স্থিতিস্থাপক আর কোভিডে যারা বেশি পরাভূত এদের করতে পারব সাহায্য।
৮। প্রয়োজন পরিকল্পনা
আগামীতে কোভিড মোকাবেলার জন্য পরিকল্পনা করা। এমন সব ব্যবস্থার পরও এরা আবার আসতে পারে।
আমরা কি করছি?