করোনা অবরোধী হাতিয়ার

নতুন আশা ঃ করোনা অবরোধী হাতিয়ার
আমেরিকা ভিত্তিক সরেনটো থেরাপিউ টিকস ল্যাবরে টরি পরীক্ষায় তারা দেখেছেন একটি বিশেষ এন্টিবডি সুস্থ কোষে SARS CoV 2 সংক্রমণ সম্পূর্ণ রোধ করতে সক্ষম ।
গত শুক্রবার ফলাফলে দেখা গেছে সরেনটো র এনটি SARS CoV 2 এন্টিবডি ,STI 1499 নিম্ন মাত্রায় সম্পূর্ণ প্রশমিত করেছে এর সংক্রমণ ক্ষমতা । এতে এর ব্যাপারে আরও পরীক্ষা নিরীক্ষার দ্বার উন্মোচিত হল। STI 1499 হল সম্ভাব্য শক্তিশালী এন্টিবডি ড্রাগ , এর আছে সম্ভাব্য অসাধারন থেরাপিউটিক সম্ভাবনা । উদ্ভাবন করেছেন যে প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সেই কোম্পানির কর্তারা প্রয়োজনীয় অনুমোদন আর জনগণের কাছে একে পৌঁছে দেবার কাজে নিয়জিত । সরেনটো র লক্ষ্য এমন এন্টিবডি ককটেল উৎপন্ন দ্রব্য প্রস্তুত করা যা করোনা সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা বর্ম হিসাবে কাজ করবে যা ভাইরাসের মিউ টে শন হলেও থাকে কার্যকর ।
কোটি কোটি এন্টিবডির মধ্যে বেছে নেয়া এক ডজন এন্টিবডির ক্ষমতা আছে SARS COV2 Spike protein এর SI Subunit এর সাথে আবদ্ধ হবার আর এই প্রোটিন এর সাথে মানব কোষের এন জিও টেন সিন কনভার টিং এন জাইম ২ (ACE2) এর প্রতিক্রিয়া হয় আর এতে ভাইরাসের মানব দেহে প্রবেশের যাত্রা সুগম হয় । এই এন্টিবডি করোনার স্পাইক প্রোটিনের এস আই ২ ইউনিটের সাথে
এ সি ই ২ এন জাইমের মিথস্ক্রিয়া রোধ করে আর এভাবে ভাইরাস সংক্রমণ রুখে দেয় ।
এখন অপেক্ষা STI 1499 এন্টিবডি নিয়ে হয়ত এ হতে পারে নতুন আশার আলো ।

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.