কাদলে বুক হাল্কা হয়। তাই কাদবেন , বুক ভাসিয়ে কাদবেন। যে কাদেনা সে অমানুষ ।
আগেকার দিনে এমনকি এখন ও অনেক মেয়ে নিজের কান্না ঝরানো লুকিয়ে রাখে , বুকে চেপে রাখে দুখ, পুরো জগত থেকে অনেকে অপ্রীতিকর আবেগকে লুকিয়ে রাখতে চায়। সব বুকে চেপে রাখে আর একদিন তা আগ্নেওগিরির অগ্ন্যুতপাতের মত বিস্ফোরণ হয়।
পুরুষ যে ব্যাতিক্রম তা নয় , তবে নারীদের ক্ষেত্রে বেশি
দেখবেন কষ্ট পেলে কাদুন নীরবে আড়ালে নয়ত প্রিয়জনের সামনে কি অদ্ভুত হাল্কা হবে মন। কালো মেঘ সরে গিয়ে মনের আকাশে ভাসবে সাদা মেঘের ভেলা। যদি কাকেও না পান বুঝবেন অন্তত নিজের কাছে নিজের আবেগ প্রকাশ করতে পারলেন।
কাদলে আমাদের শরীরে পরিসমবেদি স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত হয় আর এই স্নায়ু আমাদের শরীর করে শিথিল
অশ্রু আপনাকে আপনার কাছে প্রকাশ করে, যখন আপনার কাছে পাশে কেউ নেই তখন নামিয়ে আনে ব্যাথা বেদনার মাত্রা