আমাদের দেহ প্রতিরোধ ব্যবস্থার অংশ হল টি কোষ , সংক্রমণের বিরুদ্ধে এরা লড়াই করে । এরা ক্যান্সারও ধ্বংস করতে পারে । কিন্তু কিছু ক্যান্সার দেহ প্রতিরোধ ব্যবস্থা কে কৌশলে এড়িয়ে যেতে পারে । অন্যান্য চিকিৎসার থেকে কার টি -সেল থেরাপি (CAR T-cell Therapy) ভিন্ন । ল্যাবে রোগীর টি কোষে আনা হয় পরিবর্তন যাতে এগুলো ক্যান্সার চিহ্নিত করতে পারে ।
কিভাবে কাজ করে কার টি – কোষ থেরাপি ?
একজন রোগীর টি কোষ অপসারণ করা হয় ।
ল্যাবে এদের পরিবর্তন ঘটানো হয়
এরা পায় একটি রিসেপ্টার যা ক্যান্সার চিহ্নিত করতে সক্ষম
এদের অনেক অনেক বৃদ্ধি ঘটানো হয়
এরপর সেই টি কোষদের রোগীর দেহে পুনঃ ভরন করা হয়
সেই রিসেপ্টার সম্বলিত টি কোষ রা চিহ্নিত করে ক্যান্সার আর এদের আক্রমন করে ।
পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে
জ্বর
গিঁটে আর পেশীতে ব্যথা
শ্বাস কষ্ট
নিম্ন রক্ত চাপ
বিভ্রান্তি
খিঁচুনি
পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হতে পারে আর একে ঠেকানো র ব্যবস্থাও করেন চিকিৎসক রা
কি ধরনের ক্যান্সার এ দ্বারা চিকিৎসা হয় ?
শিশু আর তরুণদের একিউ ট লিম্ফ ব্লাস টিক লিউকেমিয়া (এ এল এল )
লারজ বি সেল নন হজকিন লিম্ফোমা
আরও অন্যান্য কান্সারে এর প্রয়োগ নিয়ে কাজ চলছে ।