টিম ওয়ার্ক সামাজিক রীতিনীতি

কিছু সামাজিক রীতি

কিছু সামাজিক রীতি যা সবার মেনে চলা উচিত
১। কাউকে দুবারের বেশি কল করবেন না। তিনি না ধরলে বুঝবেন তার এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজ আছে।
২। আপনার কারো কাছে নেয়া ঋণের টাকা দ্রুত পরিশোধ করুন এমনকি তিনি আপনার আছে ধার নিলেও। এতে আপনার চরিত্রের দৃঢ়তা প্রকাশ পাবে। ছাতা, লাঞ্চ বক্স, কলমের ব্যাপারেও একই রীতি।
৩। কেউ আপনাকে লাঞ্চ বা ডিনারের আমন্ত্রণ হোটেলে দিলে সবচেয়ে ব্যয় বহুল ডিশের অর্ডার দেবেন না।
৪। এরকম উলটোপালটা প্রশ্ন করবেন না যেমন, ” অহ তাহলে আপনি এখনো বিয়ে করেন নি “, “আপনার বাচ্চা নেই?” বা ” এখনো বাড়ি কিনেন নি?” ঈশ্বরের দোহাই এটি আপনার সমস্যা নয়।
৫। আপনার পেছনে যিনি আসছেন তার জন্য দরজা খুলে দিন। সে একটি ছেলে বা মেয়ে, বা জুনিয়ার বা তিনি সিনিয়র হন না কেন। জনসমক্ষে কাউকে ভদ্রতা দেখালে ছোট হয়ে যাবেন না।
৬। ট্যাক্সি ভাড়া করলে, সঙ্গে বন্ধু তিনি ভাড়া দিয়ে দিলে পরের বার ভাড়া পরিশোধের চেষ্টা করুন।
৭। কথার সময় কাউকে বাধা দেবেন না। তাকে সব খুলে বলতে দিন । যা বলছেন সব শুনুন আর এরপর অপ্রয়োজনীয় কথা বাদ দিন।
৮। বিভিন্ন মতকে সম্মান করুন। বিকল্প হিসাবে নেবেন দ্বিতীয় মত।
৯। কারো সাথে ঠাট্টা তামাসা করলে তিনি তা উপভোগ না করলে আর কোন দিন তা করবেন না।
১০। কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ বলুন।
১১। মানুষের প্রশংসা করবেন জনসমক্ষে আর সমালোচনা করবেন আড়ালে কেবল তার কাছে।
১২। একজন সহকর্মী যদি বলেন আমার আজ আছে ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট তাহলে জিজ্ঞাসা করবেন না, কেন। শুধু বলবেন, আশা করি সব ঠিক হবে। তার ব্যক্তিগত অসুখের কথা আপনাকে বলতে বলে তাকে বিব্রত করবেন না। তিনি আপনাকে জানাতে চাইলে নিজে থেকে জানাবেন ।
১৩। আপনার বস আর একজন পরিচ্ছন্নতা কর্মী উভয়ের সাথে সম্মানের সাথে ব্যবহার করুন। আপনার অধস্তনের সাথে কত রূঢ় ব্যবহার করেন তা দেখে কেউ ইম্প্রেসড হয় না বরং লোকে নজর করবে সবার সাথে সাম্মনের সাথে ব্যবহার করেন কিনা।
১৪। কারো দৈহিক ওজন নিয়ে আলোচনা করবেন না। বরং বলতে পারেন, চমৎকার দেখাচ্ছে। তারা ওজন কমানোর কথা বলতে চাইলে বলতে পারে।
১৫। কেউ আপনাকে ফোনে একটি ফটো দেখালে বাঁ দিকে বা ডান দিকে সরাবেন না। আপনি জানেন না সে-সব দিকে কী আছে।

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.