কিডনি তোমায় কতটুকু কেউ জানে?
১। কী এর প্রধান কাজ
- শরীরের আবর্জনা পরিষ্কার
- লবণ আর পটাসিয়ামের মানও ঠিক রাখে।
- উৎপন্ন করে হরমোন যা লোহিত কণিকা উৎপাদনে সহায়ক
- রক্ত চাপ ঠিক রাখে
২। আকৃতি শিম বা বিনের মতো
- আয়তন হাতের মুষ্টি মত এই বিন আকৃতি যন্ত্রের
- পাজরের খাচার নিচে শিরদাঁড়ার দুপাশে এদের অবস্থান
৩। কী পরিমাণ রক্ত ফিল্টার করে?
- ২০০ লিটারের মত
- কিছু অংশ বেরিয়ে আসে প্রস্রাব হয়ে, ধরুন দেড় লিটার
৪। খুব বেশি প্রস্রাব
- হতে পারে কিডনির সমস্যা
- কিডনির রোগের অনেক সময় উপসর্গ থাকে না
- শোচনীয় হলে প্রস্রাব বাড়ে বা কমে
- ক্লান্তি
- পেশি খিচুনি
- ক্ষুধা নেই
- হাত পা ফোলা
- চুলকানি
৫। কিডনি কাজ করা বন্ধ করে দিলে
- লাগতে পারে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট
- আর ফিল্টার না করতে পারলে শরীরে ভরতে থাকবে তরল, বর্জ্য আর বিষ। তখন ডাইয়ালিসিস, কৃত্রিম কিডনির মত কাজ।
৬। কিডনি রোগের প্রধান কারণ
- ডায়াবেটিস
- উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ আহত করে কিডনির সূক্ষ্ম রক্ত নালীদের। কাজ করতে সমস্যা। ডায়াবেটিস হলে খুব বেশি সুগারে সমস্যা।
৭। একটি কিডনি নিয়ে বাঁচা যায়
হাজার হাজার লোক প্রতি বছর দান করেন কিডনি। এর পরও ভাল থাকে। দিতে পারেন বন্ধু স্বজনদের। কারো একটি কিডনি নিয়ে জন্মায়। এরাও বেঁচেই থাকে
৮। কারা কিডনি ডোনেট করতে পারে
- দান করা কিডনি দিতে পারে জীবন্ত মানুষ বা মৃত ব্যক্তি
৯। প্রস্রাবের রং গাঢ় কেন হয়
যখন পানি শুন্যতা তখন প্রস্রাবের রঙ হয় গাঢ় বা বাদামি
১০ । কিডনি পাথরি
কিডনি পাথরি হতে পারে নানা আকৃতির বড় ছোট কণার মত, মুক্তা এমন কি বলের মত
১১। ব্যথার ওষুধ থেকে সাবধান
ব্যথার ওষুধ বেশি খেলে হতে পারে কিডনির ক্ষতি