হারলেও পরাজয় স্বীকার না করা বা ‘ডিনায়েল অব ডিফিট’-এর পেছনে আছে মনস্তাত্বিক সমস্যা। এমন মানসিক অবস্থাকে মনোবিদরা বলেন ‘Grandiose narcissism’ বা সাড়ম্বর আত্মরতি বা আত্মকাম।
আরেকটি হল ‘Cognitive dissonance’: বুদ্ধিবৃত্তিতে অমিল বা অনৈক্য। অর্থাৎ যা ঘটল আর যা বিশ্বাস করলাম দুটোর মধ্যে বেমিল।
অনেকে মনে করেন আমি শ্রেষ্ঠ আমার চেয়ে ভাল কেউ নাই। এরা নারসিসিস্ট। অনেকে Grandiose আর কেউ vulnerable। সাড়ম্বর আত্মকাম যাদের এরা প্রদর্শন করেন আড়ম্বর, জাঁকজমক, আক্রমণাত্মক আর অন্যের উপর প্রভুত্ব। এটি এক ধরনের ব্যক্তিত্ব বৈকল্য, এ নিয়ে গবেষণা করেছেন পেনসেলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এরা নিজেকে অনেক উন্নত স্থানে তুলে আনেন, দুর্বলতা অস্বীকার, অধিকার পাবার জন্য ভীতি প্রদর্শন করে। আত্মমর্যাদার হুমকি যারা তাদের অব মূল্যায়ন করে। তাদের আত্মমর্যাদা বোধ অতিরিক্ত আর নিজের মূল্য অনেক স্ফিত করে দেখেন। এরা প্রতিযোগী, কতৃত্ববাদী। নিজের দক্ষতা, ক্ষমতা আর গুন সম্বন্ধে একটি বেশি পজিটিভ ইমেজ নিজের সম্বন্ধে। এরা পরাজয় স্বীকার করতে পারে না এরা হুমকি মনে করে, আর মনে করে প্রতিযোগিতায় হেরে গেল। ব্যর্থতা আর পরাজয়কে এরা না মেনে অন্যের উপর দোষ চাপায়। তারা স্বীকার করতে চায় না এ জন্য তিনি দায়ী। সাম্প্রতিক কালে এমন ব্যক্তিত্ব বা আগেও এমন ব্যক্তিত্ব দেখা যায়।