কোভিড-১৯-এর বুস্টার শট নিবেন কারণ
১। গুরুতর অসুখ, হাসপাতাল বাস আর মৃত্যু থেকে সুরক্ষা দিতে ভাল কাজ করে টিকা। তবে সংক্রমনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা সময়ের সাথে কমতে থাকে।
২। বুস্টার বাড়ায় কোভিড-১৯ এমনকি ভেরিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা
৩। অমিক্রন ভেরিয়েন্টের মূল ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রমণক্ষম
এখন সময় বুস্টার নেবার। কোভিড বুস্টার শট নেওয়া মানে কোভিড হওয়া আর ছড়ানো থেকে অনেক রক্ষা পাওয়া।
সহায়ক সূত্র: সিডিসি