covid-19

কোভিড আক্রমণ করে দেহের সব যন্ত্র এমন কি!

এত দিন জানা ছিল কোভিড-১৯-এ  কেবল শ্বসন যন্ত্র নয় দেহের প্রায় সব যন্ত্র এর কোপানলে পড়ে। ইদানিং আরেক গবেষণা ইতালির গবেষকদের। এরা পুরুষের যৌনাঙ্গকে রেহাই দিচ্ছে না।

কিছু গবেষক বলেন শুক্রাশয়ে আছে কিছু উৎসেচক রিসেপ্টর আর এরা কোভিডের গমন পথ করে সুগম। ইতালির গবেষকরা বলছেন, কোভিড তুলে সাইটোকিন ঝড় এদের প্রভাব পড়ে সংবহনতন্ত্রের উপর, লিঙ্গের শিথিলতার সাথে রক্ত চলাচল ঘনিষ্ঠ ভাবে জড়িত, এর প্রভাব পড়ে যৌন জীবনে অবশ্য।

আমেরিকার কিছু গবেষক সহমত দিয়েছেন। এদের ধারণা, কোভিড হওয়ার পর বেশ কিছু দিন পুরুষের থাকে এমন সমস্যা, তারা আরও বলেছেন, পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন উৎপাদন করে যে সব কোষ এদের হয় ক্ষতি। ফলে স্বাভাবিক টেস্টোস্টেরন উৎপাদন কমে আসে। আরও আছে। শুক্রানুর সংখ্যা ও কমে যেতে পারে, সে সঙ্গে হ্রাস পেতে পারে মিলনের ইচ্ছা।

Related Paper/Article: COVID-19 and male fertility: Taking stock of one year after the outbreak began

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.