কোভিড সংক্রমণ থেকে সেরে উঠা মানে পুরোপুরি সুস্থ তা নয়
এমন এক ভাইরাস যা পছন্দ করে শ্বাস যন্ত্র , নাক গলবিল দিয়ে সটান ফুস্ফুস আর এর পর সাবলীল দেহ কোষে , তার জন্য যেন অবারিত দ্বার খুলে যাচ্ছে একে একে আর রাজকীয় সমারোহ, প্রবেশের, অতি পরাক্রম শালী মানুষ তার কাছে অসহায় । মানুষের সব জারিজুরি , কুট বুদ্ধি , রাজনীতি সব মার খায় এর কাছে।সে মানেনা কোন ভি আই পি বা ভি ও পি কে । সব সমান।
টিকা বেরুল কিন্তু নিস্তার নেই চলল এর রুপ বদল মানুষ একে অবহেলা করল স্বাস্থ্য বিধি না মেনে , একে সমীহ না করে প্রমোদে ঢেলে দিল নিজেদের এরা সঙ্ক্রমনের বিস্তার বাড়াল , মৃত্যু বাড়ল নদীতে লাশ ভাসানো হল কারন স্থান নেই দাহ করার।
কেউ সঙ্ক্রমিত হলেন সেরে উঠলেন কিন্তু এতে বাঁচোয়া নেই।
এর পর অনেক দিন টেনে চলতে হবে আর কামড় কে, এর ঘা শুকায়না । অক্সফোর্ড জরনালে সম্প্রতি প্রকাশিত নিবন্ধে এ জন্য বলা হল সেরে উঠলেন মানে পুরো সুস্থ তা নয় , চলতে পারে অনেক সমস্যা বিশেষ করে হার্টের সমস্যা। লক্ষ্য রাখুন