নবজাত বাচ্চার খেয়াল রাখার নিখরচা অথচ কার্যকর উদ্ভাবনি সমাধান ক্যাঙ্গারু মাদার কেয়ার। এর এমন নাম কারণ এই পরিচর্যায় বেবি জন্মের পর তাকে মায়ের বুক সংলগ্ন রাখা, দীর্ঘক্ষণ দুজনের ত্বকে ত্বকে ছুঁয়ে থাকা, আর স্তন দুগ্ধপানকে অগ্রাধিকারে রাখা। এই পদ্ধতি বিশ্ব জুড়ে নবজাত সুস্থ অসুস্থ সব শিশুদের স্বাস্থ্য আর কুশল বজায় রাখে।