ক্যান্সারের মূলধারার চিকিৎসা হিসাবে ইম্যুনো থেরাপি অনেকটা অবহেলিত ছিল। যদিও এ নিয়ে চর্চা কথা বার্তা হচ্ছিল অনেক দিন থেকে সেই অনেক আগে জার্মান বিজ্ঞানী পল এলিখ এর সময় থেকে ১৯০৬। ১৯৬০ , ১৯৮০ অনেক চেষ্টা হল কিন্তু তেমন ফলপ্রসূ হল না ।
১৯৯০ সালে নোবেল বিজয়ী বিজ্ঞানী জিম এলিসন এগিয়ে এলেন অনেকে তাকে বললেন নিষ্ফল যাত্রার সওয়ারি । কিন্তু ২০১১ সালে আমেরিকার এফ ডি এ অনুমোদন দিলেন ipilimumab এরপর আরও কিছু চেকপয়েন্ট ইনহিবিটারস যা অন্যান্য গবেষক আবিষ্কার করলেন ঃএর পর বোঝা গেলো ক্যানসার চিকিৎসায় এই থেরাপি একটি যোগ্য বিকল্প । ব্লাডার ক্যন্সার , কিডনি ক্যান্সার , হেড এন্ড নেক কান্সার ,হজকিন লিম্ফোমা , ফুসফুস ক্যান্সারে এই থেরাপি অনুমোদিত আর তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে । গ্লায়ব্লাসটোমা তে হতে পারে এই থেরাপি সফল ।
ইম্যুনো থেরাপি অভিযোজন যোগ্য । ক্যান্সার চিকিৎসার তিনটি স্তম্ভ আমরা জানি ঃ রেডিও থেরাপি ,সার্জারি আর কেম থেরাপি । ইম্যুনো থেরাপি র অনন্য যে দিক তা হল এই স্তম্ভের যে কোনও টির সাথে সম্মিলনে একে দেওয়া যায় ।

Allergy and Clinical ImmunologyBlood, Heart and CirculationDrugs & MedicationsHuman BodyImmune SystemImmunological Products and VaccinesOncologySpeciality