ক্রনিক কিডনি রোগকে বলা হচ্ছে এক বৈশ্বিক ঘাতক রোগ। অনুমান ক্রনিক কিডনি রোগে বিশ্বে প্রাণ হারিয়েছেন ১.২৩ মিলিয়ন লোক। প্রমাণ অনেক দেশ তাদের রোগীদের ক্রম বর্ধমান ডা য়া লিসিস চাহিদা মেটাতে সক্ষম হচ্ছেনা। ক্রনিক কিডনি রোগের প্রাথমিক কারন হল ডায়া বে টি স আর উচ্চ রক্ত চাপ । অবশ্য আরও কিছু স্বাস্থ্য সমস্যাও এর সাথে সম্পর্কিত । বিজ্ঞানীরা বলেন বিষাক্ত জিনিষের মুখো মুখি হলে এমন হতে পারে । বিশ্বে ২০১৭ সালে ঘাতক রোগের তালিকায় এটি ছিল দ্বাদশ । ২০১৭ সালে বিশ্বে কিডনি রোগী ছিল ৭০০ মিলিওন । এর এক তৃতীয়াংশ ছিল চীন আর ভারতে
কি করে কিডনির যত্ন নেবেন
প্রচুর পানি পান করুন ৬-৮ গ্লাস
রক্ত চাপ নিচে রাখুন ১২০/৮০ এ র নিচে
মদ্য পান ধুম পান বর্জন করুন
সক্রিয় থাকুন , স্বাস্থ্যকর আহার করুন ব্যায়াম করুন অন্তত ১৫০ মিনিট হপ্তায় ।ওজন ঠিক রাখুন
ডায়া বে টি স , উচ্চ রক্ত চাপ , হৃদ রোগ থাকলে নিয়ন্ত্রনে রাখুন ।