গ্লান্ড ফুলার এক ডজন কারন
১। দাতে এবসেস (পুজ জমে স্ফোটক )
২। উপর শ্বাস নলে সংক্রমণ
৩। এইচ আই ভি
৪। ক্যান্সার (লিম্ফমা)
৫। লুপাস
৬। এস টি ডি , যৌন রোগ , সিফিলিস , গন রিয়া , জেনি টেল হারপেস ।
৭। করোটিতে সংক্রমণ
৮। পিঙ্ক আই , ভাইরেল কনজাঙ্কটিভাইটিস ।
৯। যক্ষ্মা
১০। ওষুধ
১১। ক্যাট স্ক্রেচ ডিজিজ ।
১২। শিঙ্গলস
