চোখের সমস্যা ও প্রতিকার eye care specialist ophthalmologist

চোখের সমস্যা ও প্রতিকার

চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অংগ। চোখ দিয়েই আমরাপৃথিবীর যাবতীয় সৌন্দর্য উপভোগ করি। কিন্তু চোখের নানাবিধ সমস্যা আমাদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। তার মধ্যে এলার্জি জনিত সমস্যা অন্যতম।

চোখের ডাস্ট এলার্জি মানে ধূলোবালি তে চোখের সমস্যা দেখা দেয়। নানাধরণের জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া,প্যারাসাইটস আক্রমণ করে চোখে সমস্যা করতে পারে। অধুনা নানাধরণের নকল চোখের মেইকআপ বের হয়েছে যা চোখের ক্ষতি করে।আবার মেইকআপ করে সেটা সঠিকভাবে পরিষ্কার না করাও একটা কারণ।

চোখে কি কি সমস্যা দেখা দেয়

১.চুলকানো
২.কিছু একটা লেগে আছে মনে হওয়া
৩.বার বার পানি পড়া
৪.চোখ জ্বালাপোড়া করা
৫.চোখে পুঁজ জাতীয় তরল বের হওয়া
৬.চোখের দুই পাতা আটকে যাওয়া ইত্যাদি

এই সব সমস্যা দেখা গেলে রোগী হয়ত Dust Allergy /Dry eye/conjunctivitis এগুলোর যেকোন একটাতে ভুগতে পারেন।এগুলোর চিকিৎসা পদ্ধতিও ভিন্ন।

কিছু সাধারণ উপদেশ সব রোগীর জন্য প্রযোজ্য

১) ময়লা হতে চোখ না ধরা
২) চোখ বার বার না কচলানো
৩) চোখে টেপ বা কলের পানির ঝাপটা দেয়া থেকে বিরত থাকা
৪) চোখে ভেষজ কিছু ব্যবহার না করা
৫) রোদে গেলে সানগ্লাস ব্যবহার করা
৬) চোখে নকল প্রসাধনী ব্যবহার না করা
৭)চোখের মেইকআপ পুরোটা ভালোভাবে তোলা

এছাড়া রোগভেদে চিকিৎসক ঔষধের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিবেন।আসুন আমরা চোখের যত্ন নিতে শিখি এবং সচেতন হই।

Dr Marjana Akter MBBS

FCPS Part 2 Trainee, Department of Obstetrics and Gynecology
Chittagong Medical College Hospital

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.