চোখে ছানি পড়ার লক্ষণ কারণ চিকিৎসা

চোখে ছানি পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা

চোখে ছানি পড়া আমাদের অতি পরিচিত একটা রোগ। অনেকের বদ্ধমূল ধারণা, এটা শুধু বয়স্কদের হয়। এটা ভুল ধারণা।

লক্ষণ

চোখের ছানি হল চোখের লেন্সের উপর একটা পর্দা পরা যার কারণে রোগীর দৃষ্টি ঝাপসা হয়ে আসে ধীরে ধীরে।

কারণ

১)চোখের ছানি সবচেয়ে বেশি হয় বয়সজনিত কারণে। আমাদের বয়স্ক জনগোষ্ঠী নারীপুরুষ নির্বিশেষে এই সমস্যার ভুক্তভোগী।

২) দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকলে হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে।

৩) চোখের আঘাতজনিত কারণে

৪) শিশুদের জন্মগত ত্রুটির কারণে হয়ে থাকে যেটাকে কনজেনিটাল ক্যাটারেকট বলে।

এই রোগে আক্রান্ত ব্যাক্তির দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে।রোগী চোখের একটা সাদা গোলাকার লাইন দেখা যায় যেটা ধীরে ধীরে বড় হয়।

চিকিৎসা

১)ছানি পড়লে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ এর শরণাপন্ন হতে হবে। চোখের ত্রুটিপূর্ণ লেন্স পরিবর্তন করে ফেলতে হবে।বর্তমান কালে আধুনিক লেজার চিকিৎসার ও ব্যবস্থা আছে।

২)ডায়াবেটিস বা অন্য কোন রোগ থাকলে সেটার ও চিকিৎসা করতে হবে।

৩)শিশুদের জন্মগত চোখের ছানি রোগ থাকলে সেটার চিকিৎসা করতে হবে না হলে বাচ্চাটি পরবর্তীতে অন্ধ হয়ে যেতে পারে।

Dr Marjana Akter MBBS

FCPS Part 2 Trainee, Department of Obstetrics and Gynecology
Chittagong Medical College Hospital

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.