কৃত্রিম বুদ্ধি মত্তা দিয়ে দেখাগেল বই পত্রে পুরুষ চরিত্র চার গুণ বেশি নারী চরিত্রের চেয়ে।
বিজ্ঞানিরা সাহিত্যে আবিষ্কার করেছেন বিশাল জেন্ডার গ্যাপ।
একটি রবোট রোমান্স থেকে কল্প বিজ্ঞানের ৩০০০ ইংরেজি বই বিশ্লেষণ করেছে।এ ছাড়া উপন্যাস, ছোট গল্প, কবিতার বইও।
এটি পুরুষ ও নারী প্রনাউন এর পৌনঃপুনিকতা লক্ষ্য করেছে।
দেখেছে কয়টি প্রধান চরিত্রে আছেন নারিরা।
সার্বিক ভাবে নারী চরিত্রের চেয়ে চার গুন বেশি ছিল পুরুষ চরিত্র।
তবে নারী দের লেখা বই গুলো তে নারীদের অনুপাত একটু বেড়েছে।
নারী দের বর্ননায় যে সব শব্দ বেশি ব্যবহৃত তা হল ” দুর্বল ” ” নম্র ” ” সুন্দরী “।
এদিকে পুরুষ চরিত্রে ব্যবহৃত হয়েছে ” নেতৃত্ব ” ” ক্ষমতা ” ” রাজনীতি “।
লেখক রা বলছেন এই গবেষণা আমাদের জানাল ভেন্ডার পক্ষপাত কিভাবে কাজ করে।
২০১৯ সালে রবোট দেখেছে নারীর বর্ননা করা হয়েছে এমন সব শব্দ দিয়ে ” সুন্দরী ” ” জমকালো “” যৌন আবেদন ময়ী।”।
পুরুষ দের বর্ননা করা হয়েছে ” বীর ‘ ” যুক্তি বাদী” ” ন্যায়নিষঠ”.
দেহ সম্বন্ধে ঋনাত্মক ক্রিয়া ৫ গুন বেশি ব্যবহৃত হয় নারীর ক্ষেত্রে।
চল চিচত্র শিল্প এই জেন্ডার পক্ষপাত নিয়ে লড়াই করছে।
২০২১ সালে মাত্র ৪১% হলিউড ফিল্ম প্রধান বা সহ প্রধান চরিত্রে ফিচার করেছে নারী।
মাত্র ৭% ফিল্মে আছে বেশি নারী চরিত্র।
৮৫% আছে বেশি পুরুষ চরিত্র।