আরেক রকমের ডায়ে বে টি স
প্রস্রাবে কি পরিমান পানি যাবে একে নিয়ন্ত্রন করে একটি হরমোন এর নাম এনটি ডাইউরেটিক হরমোন ( এ ডি এইচ ) বা ভেস প্রে সিন । এই হরমোন উৎপন্ন হয় মগজের একটি অংশ হাইপোথ্যালামাসে , এরপর এটি সঞ্চিত থাকে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে আর উদ্দীপিত হলে সেখান থেকে নিঃসরিত হয় । মগজের ভিত্তি মুলের নিচে একটি ছোট অন্তস্রাবি গ্রন্থি এই পিটুইটারি গ্রন্থি । একে master of the endocrine orchestra বলা হত।
রক্তে পানির পরিমান অনবরত নিয়ন্ত্রন আর বজায় রাখছে এ ডি এইচ হরমোন । রক্তে পানির পরিমান বেড়ে গেলে রক্তের আয়তন আর চাপ বেড়ে যায় । পানির বিপাক , ভারসাম্য বজায় রাখে এ ডি এইচ এর সঙ্গে
ব্যারো রিসেপ্টার আর অসমোটিক সেন্সার ।
এ ডি এইচ ঘাটতি হলে যে রোগ হয় একে বলে ডায়াবেটিস ইনসিপিডাস । রক্তে সুগার বেড়ে গেলে হয় ডায়েবেটিস মেলিটাস ।
ডায়েবেটিস ইনসিপিডাস বিরল । এ রোগ হলে প্রচুর প্রস্রাব হয় । আপেক্ষিক গুরুত্ব পানির সমান। তৃষ্ণা লাগে ।
DiabetesDiabetes Insipidus (DI)Diabetes, Endocrinology & MetabolismEndocrine SystemHuman BodySpeciality