শীত এসেছে আর ঠাণ্ডা আবহাওয়া এক নতুন চ্যালেঞ্জ ডায়ে বে টি স রোগীদের জন্য ।অনেক মনে করে হট ওয়াটার ব্যগ নিলে শীত পালাবে , শরীর গরম হবে ।
মনে রাখতে হবে খোলা ত্বকে হট ওয়াটার ব্যাগ সরাসরি দেওয়া বা ব্লাঙ্কে ট দেওয়া ঠিক না কারন ডায়ে বে টি স রোগীর ত্বক সংবেদন শীলতা ভিন্ন হয় এদের ।
ত্বক পুড়ে যেতে পারে , দগ্ধ হতে পারে গভীরেও । তাই হট ওয়াটার ব্যাগের নিচে একটি বাধা থাকা ভাল যেমন হ্যান্ড টা ওয়েল ।
যাদের নিউরো প্যথি এদের ত্বক সংবেদন শীলতা কমে , আর এটি এড়িয়ে যায় কারণ ত্বক এ সাড়া থাকেনা । ব্যথার চেতনা থাকেনা । তাই হাত আর পা দুটো ভাল করে পর্যবেক্ষণ করা উচিৎ , কোনও ক্ষত , কাটা ফাটা পোড়া আছে কি না । ত্বক আদ্র রাখা উচিৎ যাতে ত্বক ছিলে না যায় , ক্ষত না হয় ।