দুশ্চিকিৎস্য রোগে প্রয়োজন দ্বিতীয় মত, এমন মন্তব্য মেমরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টার, তাদের দ্বিতীয় মত নেওয়াতে একজন মাধ্যমিক স্কুলের ভূতপূর্ব শিক্ষক আর বর্তমানে স্বেচ্ছাসেবী অগ্নি নির্বাপক কর্মী জোরায়ানের অন্ননালি ক্যানসারে কঠোর চিকিৎসার হাত থেকে বাঁচলেন।
২০২২ সালে ১০ মার্চে এমন অভিমত এল এই জগত বিখ্যাত ক্যান্সার কেন্দ্রের। ক্যান্সার চিকিৎসায় এমএসকে বা মেমোরিয়াল স্লোইয়ান কেটারিং সেন্টার এত বিখ্যাত নানা কারণে একটি হল চিকিৎসায় তাদের রয়েছে যে রোগীর যেমন দরকার তেমন উপযোগী দৃষ্টিভঙ্গী যাকে বলা হয় টেলরড এপ্রচ। আর এরা ঝুঁকির ব্যাপারে সূক্ষ্ম বিভেদ নির্ণয়ে দক্ষ।
জোরায়ানের ছিল প্রারম্ভিক পর্যায়ের অন্ননালির ক্যান্সার আর তাকে কঠোর চিকিৎসা দেবার অভিমত হল। এমএসকে’র দ্বিতীয় মত ছিল তাকে আরও কম আগ্রাসি চিকিৎসা দেয়া নিরাপদ। এতে জোকে আগ্রাসি কেমোথেরাপি আর বিকিরণ চিকিৎসা এড়ানো সম্ভব হল। ক্যান্সার অপসারনের পর জোকে এমএসকে’র বেরেটস ইসোফেগাস প্রোগ্রামের আওতায় চিকিৎসা দেয়া হল আর ঘন পর্যবেক্ষণ করা হল।