কোভিড-১৯ রোগীদের নীরব অক্সিজেন ঘাটতি কেন হয়? বিজ্ঞানীরা বলেন স্পষ্ট করে বলা যাবে না। তবে কিছু ব্যখ্যা আছে।
রক্তে অক্সিজেন মান নির্ভর করে বাতাসে কি পরিমান অক্সিজেন আছে আর অক্সিজেন ফুসফুসে ঢুকে কত কার্যকর ভাবে ফুসফুসের শেষ প্রান্তে বায়ু কোষের মধ্য দিয়ে রক্তে প্রবেশ করতে পারে। যাদের অক্সিজেন মান কম স্বাভাবিক ক্ষেত্রে এদের বেশ অসুবিধা হয় এমনকি শ্বাস ক্রিয়ার জন্য হাঁসফাঁস করতে পারে। বায়ু নলে অবরোধ হলে বা রক্তে অনেক কার্বন ডাই অক্সাইড জমা হলে একে বের করার জন্য শরীর সাড়া দেয় আর দ্রুত শ্বাস হতে থাকে। কিন্তু কোভিড-১৯ রোগীদের অক্সিজেন মান কম হলেও কেন এমন অস্বস্তি হয়না? কেউ কেউ বলেন ফুসফুসের রক্ত নালির ক্ষতি হওয়ার সাথে আছে কোন সম্পর্ক। ফুসফুসের একটি অংশের ক্ষতি হলে রক্তনালীরা সংকুচিত হয়ে সুস্থ অংশে রক্ত পৌঁছেতে চায়। কোভিড-১৯ হলে এই সাড়া ঘটেনা।