নীরোগ মানে কি সুস্থ?

আপনার হাত পা অটুট, আপনি নীরোগ মানে আপনি সুস্থ তা কিন্তু নয় । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বললেন আপনি শারীরিক , মানসিক, সামাজিক ভাবে সুস্থ হলে তবে আমরা একে স্বাস্থ্য বলব । কিছু কাল পর তাও বদলাল বলা হল শুধু তাই নয় , আপনার আত্মা ও যদি সুস্থ থাকে তাহলে ই স্বাস্থ্য বলা যেতে পারে। আমরা শরীরের অসুখ , মনের অসুখ , সমাজের সাথে সম্পৃক্ত থেকে যে অসুখ সে গুলোর সন্ধান করেছি আর এর চিকিৎসা কি হতে পারে তা বের করার চেষ্টা করেছি , অনেক গবেষণাও করেছি ।
বহু কাল আগে প্রথম যখন এই ড স ভাইরাস , এইড স রোগ আবিষ্কৃত হল আর এর চিকিৎসা অসম্ভব হয়ে দাঁড়াল , একজন মানুষের ধীরে ধীরে অসহায় ভাবে মৃত্যুর পথে ধাবিত হওয়ার ঘটনা ঘটতে থাকল , তখন বিজ্ঞানীরা আতঙ্কিত হলেন , হলিউডের টপ স্টার কয়েক জন এতে প্রান হারালেন । প্রান হারালেন রক হা ড সন তখন বিজ্ঞানীরা বললেন । এটি শরীরের গভীরতর অসুখ । বলা হল এটি বেশি হয় যারা বিশৃঙ্খল যৌনাচারে অভ্যস্ত, যারা বিশেষ করে
সম মৈ থুনে অভ্যস্ত । তাই বলা হলা ঃ প্রতি রোধ ই চিকিৎসা । আর সে জন্য চাই শুদ্ধ যৌনাচার । পবিত্র সম্পর্ক । নিজেকে পবিত্র রাখা , সুরক্ষিত রাখা ।
কিন্তু আত্মার যে অসুখ হতে পারে এ নিয়ে আমরা বড় কম ভেবেছি
আত্মার ও যে গভীর তর অসুখ হতে পারে তা কিন্তু পৃথিবীতে এখন ক্রমে দৃশ্য মান হচ্ছে আর এর প্রতি বিধান কি হতে পারে এ নিয়ে ব্যপক ভাবনা বিজ্ঞানীরা করেছেন মনে হয়না অথচ এই অসুখ ক্রমেই বাড়ছে দেশে দেশে । এই অসুখ যে শরীর ও মনের অসুখের চেয়েও জটিল ও গভীর তা কিন্তু ঠিক । নৈ তিক অবক্ষয় সমজের সর্ব স্তরে ছড়িয়ে পড়ছে ,উন্মাদনা , মাদক মানুষ কে আচ্ছন্ন করছে । ক্ষণিকের উন্মাদনায় হিতা হিত জ্ঞান থাকছেনা গর্হিত পাপ কাজ করছে , মানুষ , হয়ত পরে এ জন্য অনুতাপ ও করছে কিন্তু এর কবল থেকে রেহাই পাচ্ছেনা ।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে ধর্ষকের সংখ্যা , কিন্তু কেবল কি মাদকে আসক্ত আর বখাটে ছেলেরাই এতে যুক্ত ? এতে যোগ হচ্ছে শিক্ষক আর ভদ্র পরিবারের সন্তানেরা ও । শিশু থেকে সব বয়সের নারী , পুরুষ কেউ রেহাই পাচ্ছেনা । মুখোস পরা অনেক মানুষ যারা যথা সময়ে হয়ে উঠে হিংস্র আর ভয়ঙ্কর , তাদের মুখোস খসে পড়ে ।। এক ভয়ানক সঙ্ক ট । সমাজ পতিরা নিশ্চয় হাত পা গুটিয়ে বসে নেই , তারাও উদ্বিগ্ন । সংকট নিরসনের উপায় খুঁজছেন
ইতিমধ্যে মাননীয় প্রধান মন্ত্রী শিশু ধর্ষকদের শাস্তি হিসাবে মৃত্যু দণ্ডের বিধান অনুমোদন করেছেন , এটি একটি শুভ সংবাদ । এ জন্য তাঁকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই ।
আমরা আজ এক সন্ধি ক্ষণে দাঁড়িয়ে , আমরা আত্মার কুশল মাগলেও তা ধরা দিচ্ছেনা । দেখি আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে । তবে চিকিৎসা বিজ্ঞানী , মনো বিজ্ঞানী , সমাজ বিজ্ঞানী , রাজনীতি বিদ সবাই মিলে এই অসুখ নির্মূলে কাজ করতে হবে ।

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.