পা জ্বলা বা পায়ের তলা জ্বলার নানা কারণ থাকতে পারে। যেমন:
১। ডায়াবেটিস: রক্তের সুগার দীর্ঘ দিন বেড়ে আছে। বেড়েছে রক্তের চর্বি ট্রাইগ্লিসারাইড। ফলে ক্ষতি হতে পারে স্নায়ুর হাতে পায়ে আর তাই জ্বলুনি।
২। প্রান্তিক নিউরোপ্যাথি
৩। আকণ্ঠ মদ্য পান
৪। এথলেট ফুট, টিনিয়া পেডিস ছত্রাক
৫। যথেষ্ট ভিটামিন বি ১২ গ্রহণ কম
৬। ক্রনিক কিডনি নিষ্ক্রিয়
৭। টারসাল টানেল সিনড্রোম
৮। স্মল ফাইবার নিউরপ্যাথি
৯। হাইপো থাইরয়েড
১০। এমাইলোডসিস
১১। এইচআইভি আর এইডস
১২। কন্টাক্ট ডারমাটাইটিস
