পুরুষের ১০ টি বড় স্বাস্থ্য ঝুকি
১। হৃদ স্বাস্থ্য
২। শ্বাস যন্ত্রের রোগ
৩। এলকোহল
৪। বিষণ্ণতা আর আত্মহত্যা
৫। দুর্ঘটনা জনিত আঘাত
৬। লিভারের রোগ
৭। ডায়াবেটিস
৮। ফ্লু আর নিউমনিয়া।
৯। ত্বক ক্যন্সার
১০। এইচ আই ভি এইডস ।
এছ্রাড়া , ডি মেন শিয়া , আলঝাইমার রোগ , স্ট্রোক , প্রোস্টেট ক্যান্সার, কলোন আর মলাশয় ক্যান্সার, রক্ত ক্যান্সার , লিউকেমিয়া , ।
আছে কিছু স্বাস্থ্য সমস্যা প্রান সংশয়ী না হলে ও এগুলো নজর করা হয়না।
১। এনড্রজেন (পুং হরমোন ) ঘাটতি ।\
২। বিষণ্ণতা আর দুশ্চিন্তা
৩। সঙ্গম অক্ষমতা
৪। বন্ধ্যাত্ব ।
