পুরুষ রা খুব আগ্রহি নন এ দিবস পালনে , তবে এর তাৎপর্য হল , পুরুষের মধ্যে সমতা , বালক ও পুরুষ দের সুস্বাস্থ্য নিশ্চিত করা আর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা । ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে উপযোগী কথা আজকে । পুরুষদের আগ্রহ কম কারন তারা এই সমাজে নিজেদের বেশ নিরাপদ মনে করেন । নিজের অব০স্থান নিয়ে বেশ খুসি।
তবে আছেন ত্যাগি পুরুষ যিনি অন্যের সাহায্যেঝাপিয়ে পড়েন । আছেন এমন পুরুষ যারা একজন নারীর নিরাপত্তা বিঘ্নিত হলে রুখে দাঁড়ান ।আছেন এমন স্বামী যিনি হাতে করে প্রতিদিন বাজার নিয়ে ফেরেন। যিনি উৎসবে সবার জন্য জামা কিনে নিজে বলেন আমার অনেক আছে । আছেন এমন পুরুষ উদ্ধত যৌবনে দাঁড়ান সব অন্যায়ের বিপক্ষে , প্রতিবাদ করেন ন্যায় বিচার না হলে । আছেন এমন পুরুষ যিনি দেশ মাতাকে রক্ষা করার জন্য নিজের জীবন তুচ্ছ করে যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হন । আবার উলটো পিঠ আছে । এরা অনেক সময় রক্ষক থেকে হয়ে উঠেন ভক্ষক । প্রশ্রয় দেন অন্যায়কে , নিজেও করেন । আর হয়ে উঠেন নির্যাতন কারি । কিন্তু আজ পুরুষ দিবসে জয় গান সেই সব পুরুষের যাদের পৌরুষ রক্ষা করে মেদিনী , সমাজ আর মাতা , আর ভগ্নি সমা নারীদের আর নিষ্পাপ শিশুদের।