মা হওয়া নারী জীবনের অন্যতম সুখকর বিষয়। যদিও গর্ভকালের পুরোটা সময়, বাচ্চা জন্মদান, এবং বাচচাকে দেখাশোনা করা সবই বেশ কষ্টসাধ্য ব্যাপার। একজন নতুন মা প্রসব পরবর্তীকালে বিভিন্ন সমস্যায় পড়েন তার মধ্যে ব্রেস্টের বা স্তন সমস্যা অন্যতম। যদিও একটু সতর্ক থাকলে এগুলো কোনটাই জটিলাকার ধারন করে না।
বাচ্চা হওয়ার পর নারীরা যেসব ব্রেস্ট রিলেটেড সমস্যায় ভুগেন তা হলো:
১) স্তন ভারী ভারী অনুভব করা
সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার ৩ বা ৪ দিনের মধ্যে এই সমস্যা দেখা দেয়। স্তনে ভারী অনুভব হয়। বাচ্চাকে দুধ খাওয়াতে ব্যথা অনুভব হয়।
সমাধান: বাচ্চাকে ঘন ঘন দুধ খাওয়ানো। অতিরিক্ত জমে থাকা দুধ ফেলে দেওয়া প্রত্যেক বার খাওয়ানোর পর। অন্তর্বাস পরা।
২) নিপলে ক্র্যাকড বা চিড় ধরা
পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এটা হয়। বাচ্চার মুখের থেকে আঘাতপ্রাপ্ত হয়ে হয়।
সমাধান: সঠিক নিয়মে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে।
৩) স্তনে ইনফেকশন হওয়া বা Mastitis হওয়া
কিছু ব্যাকটেরিয়ার আক্রমণে এই সমস্যা দেখা দেয়। স্তন ভারী হয়, লাল, ব্যাথা অনুভব হয়। সাথে মায়ের জ্বর, বমি, মাথাব্যথা করতে পারে।
সমাধান: বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। প্রচুর তরল খাবার খেয়ে শরীরের নিউট্রিশন ঠিক রাখতে হবে। এমন সমস্যা হলে ডাক্তারের পরামর্শ মতন ওষুধ সেবন করতে হবে।
৪) স্তনে পুঁজ জমে যাওয়া
স্তন ফুলে যায়, গরম হয়, পুঁজ জমে স্তন প্রচন্ড ব্যাথা অনুভব করে, মায়ের জ্বর আসে।
সমাধান: এই সমস্যা আক্রান্ত হলে যত শীঘ্রই সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে
৫) বাচ্চাকে পর্যাপ্ত দুধ খাওয়াতে না পারা
বিভিন্ন কারণে এটি হতে পারে। যেমন: নির্দিষ্ট বিরতিতে বাচ্চাকে দুধ না খাওয়ানো, মায়ের বিষণ্ণতা, সঠিক যত্নের অভাব, স্তনে অন্য কোনো সমস্যা হলে ইত্যাদি।
সমাধান: এ ধরনের সমস্যায় কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
প্রসব পরবর্তী স্তন সমস্যা সমাধানের জন্য চাই রোগীকে সঠিকভাবে কাউন্সেলিং করা। যাতে এই সমস্যাগুলো কাটিয়ে উঠে বাচ্চা আর মায়ের এই সময়টা সুন্দরভাবে কাটে।