প্রস্রাব ঘোলা হওয়ার ৭ কারণ
এমনিতে প্রস্রাব ফ্যাকাসে হলুদ, স্বচ্ছ– কিডনি ভাল কাজ করছে বোঝা গেল। লক্ষ্য করুন প্রতিদিন। যদি হয় ঘোলাটে, অস্বচ্ছ?
১। হতে পারে মূত্রনালির প্রদাহ। প্রস্রাবের সাথে জ্বলুনি, ব্যথা, বার বার করার তাগিদ। ভাল কথা আপনার চিকিৎসক ধরতে পারেন সহজে। মূত্র পরীক্ষা, কালচার এর পর দরকারে এন্টিবায়োটিক–সব ঠিক ।
২। নিরুদন । পানি কম পান করছেন। একটু হলদেটে লাল। আর হতে পারে ঘোলা। সহজ সমাধান আপনার জল পান বাড়ান।
৩। হতে পারে কোন কোন খাবারের জন্য। অনুসন্ধান করে বের করে এদের বাদ দেয়া।
৪। কিডনি পাথুরি। গন্ধাল আর ঘোলাটে হতে পারে পাথুরির জন্য। পিছনে বা পাশ কোমর ব্যথা। ডাক্তারের পরামর্শ নিন।
৫। ক্লামিডিয়া সংক্রমণ। যৌনবাহিত, নিরাপদ সেক্স না করলে।
সে সঙ্গে অস্বাভাবিক ক্ষরণ, ব্যথা, প্রস্রাব করার সময় ব্যথা, যোনি দেশে চুলকানি, জ্বর। আর ঘোলাটে প্রস্রাব তো আছেই।
৬। প্রদাহ। মুত্রথলি প্রদাহ। ঘোলাটে যেমন আবার গাঢ় রঙ হতে পারে, বারবার প্রস্রাবে তাগিদ। গন্ধাল প্রস্রাব।
৭। মিউকাস। থাকতে পারে প্রস্রাবে, বেশি হলে ভাবনা।
এছাড়া প্রস্রাবে রক্ত, জ্বলুনি, বার বার তাগিদ, ব্যথা–যাবেন ডাক্তারের কাছে।