টেলিহেলথের মাধ্যমে ডাক্তার রা কার্যকরী দূর বর্তি চিকিৎসা দিতে পারবেন , ।
চিকিৎসা পেশাজীবী কম এমন প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি হতে পারে খুব উপযোগী । পোর্টেবল ডিভাইসের মাধ্যমে স্বাস্থ্য সেবাদানকারীরা তাদের সেবা দানকেন্দ্রে না এলেও রোগীদের টেস্ট করা আর চিকিৎসা পরামর্শ দিতে পারেন । একে বলে টেলি হেলথ । পল্লী অঞ্চলের একজন চিকিৎসক রোগীর স্ক্যান নিয়ে অন্য স্থানের বা এমনকি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে পারবেন । একজন ডায়ে বে টি ক রোগীর ব্লাড গ্লুকোজ রিয়েল টাইম মনিটার করা যাবে এবং সে ফলাফল / উপাত্ত পাঠানো যাবে স্বাস্থ্য সেবা দানকারীর কাছে
ডি মেন শিয়া রোগী গৃহ ত্যাগ করলে পরিহিত সেন্সারের মাধ্যমে কেয়ার গিভার তা জানতে পারবেন । এভাবে টেলি হেলথ বদলে দিতে পারে চিকিৎসা সেবা ।
এন আই এচ গবেষকরা বাসস্থানে বসে রোগীদের চিকিৎসা সাহায্য দেবার উপায় উদ্ভাবনের চেষ্টায় আছেন । এরা এমন ডিভাইস বের করছেন যা দ্বারা ঘরে রোগীর রক্ত গ্লুকজ ঘরে মাপা যাবে । দূরবর্তী স্থানে ক্যান্সার সনাক্ত করার বিশেষ ডিভাইস আছে তাদের । ঘণ্টা খানেকের মধ্যে স্মার্ট ফোনের সাহায্যে প্রতি রোগীর খরচা পড়বে ২ ডলারের কম । এই ডিভাইস রোগীর রক্তের বা লালার নমুনা যা মিশ্রিত হবে ক্ষুদ্র গুটিকা (beads) র সাথে যা ক্যান্সার কোষ আটকে ফেলে এরপর এর আলোক চিত্র তুলে ফেলতে হবে এরপর এর প্রতিচ্ছবি যাবে হাসপাতাল কম্পিউটারে যা কয়েক মুহূর্তের মধ্যে রোগ নির্ণয় করবে । তাই রোগীরা হাসপাতালে একবার এসে রোগ নির্ণয় আর চিকিৎসা দুটোই সারতে পারবেন ।বোতসোয়ানার একটি ছোট গ্রাম্য ক্লিনিকে এই ডিভাইস টেস্ট করা হচ্ছে লিম্ফোমা নামে একটি ক্যান্সার নির্ণয়ের জন্য । বাংলাদেশেও টেলি হেলথের সম্ভাবনা উজ্জবল । অনেক সংস্থা যেমন ” সি মে ড ” আর এরকম আর ও বেসরকারি উদ্যোক্তা চেষ্টা করছেন , সরকারের এ ব্যাপারে অনেক উদ্যোগী ভুমিকা আর কার্যক্রম রয়েছে ।