আমার হৃদ যন্ত্র আপনার হৃদ যন্ত্র
এবার বিশ্ব হার্ট দিবসে সবার জন্য হৃদ স্বাস্থ্যকর সমতা নিশ্চিত করা , বিশ্ব জুড়ে হবেন অনেক হার্ট হিরো
এজন্য আমাদের করতে হবে অঙ্গীকার
পরিবারের কাছে অঙ্গীকার রান্না করব , খাব হৃদস্বাস্থ্য কর খাবার
বাচ্চাদের কাছে অঙ্গিকার আরও ব্যায়াম করতে হবে , শরীর আরও চালু আর সক্রিয় রাখতে হবে , ধূমপান বন্ধ করতে হবে আর প্রিয় জন্ দের ধূমপান বন্ধ করতে বলতে হবে
একজন ডাক্তার হিসাবে ধূমপান বন্ধ করার জন্য আর কোলেস্টেরল রক্তে কমাবার জন্য সহায়তা করতে হবে
নীতি নির্ধারক হিসাবে সুস্থ হার্ট অর্জনের সব নীতি সাপোর্ট করতে হবে ।
কর্মচারী হিসাবে অঙ্গীকার হৃদ স্বাস্থ্যকর কর্মস্থলে বিনিয়োগ করতে হবে
হবেন ত হার্ট হিরো ?
আমার হার্টের জন্য ,আপনার হার্টের জন্য , সবার হার্টে র জন্য সহজ এই অঙ্গীকার ।
হৃদ রোগ এখন পৃথিবীতে এক নম্বর ঘাতক । কিন্তু কেন হবে এমন ?
ছোট ছোট পরিবর্তন জীবন যাপনে করে ,আমরা কমাতে পারি হৃদ রোগ আর স্ট্রোকের ঝুঁকি ।উন্নত হবে আগামী জীবন , জীবনের গুন গত মান , আর ভাল দৃষ্টান্ত থেকে যাবে পরের প্রজন্মের জন্য ।
বলছি কারন মনে করি প্রতিটি হৃদ স্পন্দনগুরুত্ব পূর্ণ
প্রতি বছর হৃদ রোগ আর স্ট্রোকে মারা যান পৃথিবীতে ১৭, ৯০০,০০০ জন মানুষ