আমরা যদি গাছ গাছালীর চারপাশে থাকি তাহলে আমরা থাকি সুখী আর সুস্থ । গাছের সুফল অগনন এতো গবেষণা হয়েছে গাছ নিয়ে ত আগে থেকে পুরবানুমান কঠিন তবু । লুএভেল বিশ্ব বিদ্যালয়ের এক সাম্প্রতিক
গবেষণায় দেখা গেল বাড়ির চারপাশে সবুজ গাছ গাছালি থাকলে পরিবেশ গত ক্ষতি এড়ানো হয়। বাড়ির পাশ গাছ থাকলে রক্ত নালীর স্বাস্থ্য থাকবে ভাল । ক্ষতি এড়ানো হবে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান ফিজিওলজি – হার্ট এন্ড সারকুলে টারি ফিজিওলজি ।
গাছের উপর অনেক গবেষণা থেকে জানা গেল এদের কল্যানে রক্ত চাপ বেশি হলে কমার কাজ আর হার্ট এটাক কাজ আরও সহজ। চাপ কমায়।
মেজাজ চনমনে করে। প্রকৃতি র সঙ্গে সম্পর্ক পাতুন একটু বাইরে গেলেন ব্যায়াম হল। গাছ হলে বায়ু দূষণ কমে । আর যাদ মানে যাদের সবুজ পরিবেশে থাকে তাদের রক্ত নালি বেশ নরম থাকে , দৃঢ় তা কমে আর এভাবেই হার্ট এটাকের ঝুকি কমে।
যা বোঝা গেল সবুজের মধ্যে বসবাস রক্তনালীর স্বাস্থ্যের জন্য হিতকর।
দূষিত বাতাস মানুষকে অসুস্থ করে , মেজাজ আর স্ট্রেস লেভেল এর উপর প্রভাব ফেলে নানা ভাবে । গাছের জন্য আমরা পাব পরিছহন্ন বসুন্ধরা আর বিশু দ্ধ বাতাস।