রক্তের ক্যান্সার খুব কম দেশে দেশে তা নয় এমনকি আমাদের দেশেও । সাধারন ভাবে আমরা জানি লিউকেমিয়া , মায়েলমা আর লিম্ফমা।
লিউকেমিয়া আর মায়েলমা হয় যখন রক্তে আর অস্থিমজ্জায় এখানে
রক্ত কনিকা তৈরি হয় ) বেশি অস্বাভাবিক কোষ জমা হয়। এর মানে যথেষ্ট সবাভাবিক কোষ তৈরি হচ্ছেনা ফলে হয় রক্তশূন্যতা , সংক্রমণ ,কালশিটে আর রক্ত ক্ষরণ ।
লিম্ফমা রোগীদের লিম্ফ গ্লান্ডে অনেক বেশি কোষ , হয় সেই গ্লান্ড স্ফিত , অন্য অঙ্গ ও প্রভাবিত হতে পারে ।
আগাম কিছু সঙ্কেত জানলে একে সামাল দিতে হয় সুবিধা
১। প্রচণ্ড ক্লান্তি আর অবসন্নতা ।
২। স্ফীতি আর ফোলা পিণ্ড ।
৩। কালশিটে ড়া আর রক্ত ক্ষরণ
৪। ওজন হ্রাস , কোন কারপ্ন খুজে পাওয়া যায়না
৫। বার বার সঙ্ক্রমন
৬। রাতে ঘাম
৭। অটল ব্যাথা বেদনা ।