ভালো কমিউনিকেশনের কিছু পূর্বশর্ত বা মূলনীতি আছে। সংক্ষেপে একে 7C দিয়ে মনে রাখা যেতে পারে।
১। বার্তা হবে স্পষ্ট (Clear)। মূল পয়েন্ট যেন বার্তায় স্পষ্ট হয়।
২। ভাষা হতে হবে সহজ, শুদ্ধ (Correct)
৩। সম্পূর্ণতা (Completeness): কমিউনিকেশন যেন হয় সম্পূর্ণ
৪। সুনির্দিষ্ট (Concrete)
৫। সংক্ষিপ্ত (Concise)
৬। ভদ্র, নম্র, সজ্জন সুলভ (Courteous)
৭। সংসক্ত, সুসংহত (Coherent)
