এই দুর্যোগ গভীরতর সন্দেহ নাই কিন্তু এতে মৃত্যু যত না হচ্ছে মৃত্যুর আতঙ্ক এর চেয়ে অনেক বেশি। আমরা অনেকে হয়ে যাচ্ছি অমানবিক, অনেকে আমরা মানসিক চাপে আছি ঠিক কিন্তু আমাদের তো উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। আমরা পারব না কে বলেছে! আমাদের জন্য এ এক পরীক্ষা, এতে মানুষকে উত্তীর্ণ হতে হবে। মানুষের জয় হবেই!
আমরা খুব বেশি কি করোনা নিয়ে পড়ে আছি? আসতে পারে ডেঙ্গু। অনেকের আছে অন্য রোগ। অনেক ক্রনিক রোগ, হার্টের রোগ, ডায়েবেটিস, কিডনি রোগ, ক্যান্সার, শ্বাসনালির রোগ এমনকি অন্য সংক্রামক। এসব রোগ অবহেলার মধ্যে পড়ে নাই তো? এদিকেও খেয়াল নিতে হবে।
পরীক্ষা না হলে সবাইকে করোনা ভাবতে হবে বিশ্ব জুড়ে এমন ধারণা সমস্যাকে আরও জটিল করে তুলেছে। করোনার রহস্য কম উন্মোচিত, এই নিয়ে জানা কম তাই অনেক তত্ত্ব, ধারণা, ব্যাখ্যা জন্ম নিচ্ছে। অনেক পরীক্ষামূলক চিকিৎসার চেষ্টা হচ্ছে।
মৃত্যু অমোঘ, আসবেই একদিন। কখন কেউ জানেনা তাই মরার আগে মরবার কি প্রয়োজন? সতেজ হন, মনোবল বাড়ান, ঘরে থাকুন। পরস্পর দূরে থাকুন। হয়তো এই ভালো কারন যখন এই দুর্দিন কেটে যাবে, কাছে আসার আকুতি পরস্পর বন্ধন আরও দৃঢ় করবে।