মাল্টিপল মায়েলোমা কে জানি ৬
মাল্টি পল মায়েলোমা আগে ভাগে সনাক্ত হওয়া জরুরি। আগাম চিহ্নিত হলে সম্ভাব্য জটিলতা এড়ানো যায়।মায়েলমা হতে পারে ধীর গতি বা আগ্রাসী,।একজন দক্ষ মায়ে লমা বিশেষজ্ঞ অবস্থা ভেদে উপযুক্ত চিকিৎসা দিতে পারংগম।
নতুন রোগী হলে সহায়তা নিন।
দেখা করুন ডাক্তার এর সাথে আপনার হেলথকেয়ার টিমের সাথে কথা বলুন
কথা বলুন অন্য যাদের মায়েলোমা হয়েছে
যুক্ত হন সাপোর্ট গ্রুপের সাথে, বুঝবেন আপনি একা নন।
হিলিং প্রক্রিয়ার৷ জন্য এ জরুরি
যোগাযোগ করুন আন্তর্জাতিক মায়েলোমা ফেডারেশন র সাথে।আছে ১৬০ সাপোর্ট গ্রুপ। শান্তি আর ভরসা পাবেন
রোগ নির্ণয়
ব্লাড ও মূত্র পরীক্ষা
বোন ম্যারো পরীক্ষা
ইমেজিং স্টাডি
ব্লাড টেস্ট
সিবিসি
লোহিত কণিকা
শ্বেত কণিকা
প্লাটিলেট বা অনু চক্রিকা
হেমাটোক্রিট
কেমিস্ট্রি প্রফাইল
বিইউ এন
সেরাম ক্রিয়েটিনিন
মুত্রে বেন্স জোনস প্রটিন
ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট
ই জি এফ আর
ক্যালসিয়াম
টোটাল প্রোটিন
মনো ক্লোনাল প্রোটিন যাচাই করার টেস্ট
সেরাম কোয়ানটিটেটিভ ইম্যুনোগ্লবুলিন
আই জি জি,আই জি এ,আই জি ডি,আই জি ই,আইজি এম।
সেরাম প্রোটিন ইলেকট্রফরেসিস
ইউরিন প্রটিন ইলেকট্রফরেসিস।
ইম্যুনোফিকসেসন ইলেকট্রফরেসিস (আই এফ ই)
সেরাম ফ্রি লাইট চেন এসে
মায়েলোমা প্রোটিন নির্ভুল সনাক্ত করতে রয়েছে মাস স্পেকটরফটোমেটরি। করা যায় মেয়ো ক্লিনিক স্পেশাল প্রোটিন ল্যাবে।
অন্যান্য প্রয়োজনীয় টেস্ট
বিটা ২ মাইক্রো গ্লবুলিন
এল ডি এইচ
সি রিয়েক্টিভ প্রটিন ( সি আর পি)
গ্লুকোজ
বোন ম্যারো টেস্ট
বোন ম্যারো এসপিরেট ও বায়োপসি।
প্লাজমা সেল শতাংশ
প্লাজমা সেল মরফোলজি
অন্যান্য
ইম্যুনোহিসটোকেমিস্ট্রি ও ফ্লো সাইটোমেটরি ওব বোন ম্যারেো প্লাজমা সেল
সাইটোজেনেটিকস
ফিস।ফলুরোসেনস ইন সিটু হাইব্রিডাইজেসন (FISH)
ইমেজিং স্টাডি
এক্স রে ( বোন সার্ভে)
সিটি বা ক্যাট স্ক্যান।( কম্পিউটেড একসিয়েল টমোগ্রাফি)
এম আর আই ( ম্যাগ্নেটিক রেজন্যান্স ইমেজিং)
পি ই টি ( পজিট্রন এমিসন টমগ্রাফি)
বোন ডেনসিটোমেটরি
এসব টেস্ট নথিপত্র সংরক্ষন করতে হবে
Blood, Heart and CirculationBones, Joints and MusclesHematology and Transfusion MedicineHuman BodyMultiple MyelomaOncologySpeciality