মায়েলোমা সম্বন্ধে জানি ৪

মায়েলোমা সম্বন্ধে জানি ৪
* মায়েলোমা উপসর্গ ছাড়াই অগ্রসর হতে থাকে আবার উপসর্গ লক্ষন থাক তেও পারে
* পঞ্চাশ এর উপর লোকদের মধ্যে দেখা যায়।
* বেশির ভাগ হয় পুরুষের মধ্যে
* সাধারণত এর সু নিদৃসট কারণ নাই।
জানা ভাল
মায়েলোমা চিকিৎসায় অগ্রগতি হচ্ছে এই ক্যানসার নিয়ে বেচে থাকা দীর্ঘায়িত করা আর জীবনের গুনগত মান বাড়ানো।
মায়েলোমা নিরাময় সাধ্য না হলেও, কম বিষাক্ত আর অনেক বেশি লক্ষ্য ভেদি থেরাপির জন্য অনেকে মায়েলোমা মোকাবিলা করে অপেক্ষাকৃত উন্নত জীবন পালনে সমর্থ হন।
কারণ ও ঝুঁকি
অস্থি মজ্জায় একটি কোষে মিউটেশন হয়ে শুরু মায়েলোমা।
কিন্তু ডাক্তার রা জানেন না কেন কারো হয় মায়েলোমা আর কারো হয় না।
একে প্রতিরোধ করাও সম্ভব নয়।
অন্য কারো কাছ থেকে এ রোগ ছড়ায় না।
মায়েলোমার কারণ না জানা গেলেও কিছু ঝুঁকি বাড়াতে পারে এমন উপাদানের কথা বলা হচ্ছে
বয়সঃ মায়েলোমা হয় ৫০ এর উপর বয়স এমন লোক দের।
জেন্ডার ঃ পুরুষ দের হয় বেশী নারী দের চেয়ে
গোত্র ঃ শ্বেত কায়ের চেয়ে কৃষ্ণ কায় দের হয় বেশী
পরিবেশঃ অনেকে এর সাথে বিকিরণ, কিছু রাসায়নিক, কীটনাশক, সার আর এজেন্ট ওরেঞ্জ এসবের মুখোমুখি হবার সম্পর্ক থাকতে পারে বলেন
সথুলতা ;ঃ অনেকে স্থুলতার সাথে সম্পর্ক আছে বলেন।
ফায়ার ফাইটার;ঃ ফায়ার ফাইটারদের মায়েলোমা হবার সম্ভাবনা বেশি, বলেন
ক্রনিক ইম্মুন ডেফিসিয়েন্সি থাকলে সম্ভাবনা
লক্ষন উপসর্গ
সুস্থ মানুষ অসুস্থ হলে বা তাদের রোগ হলে হয় লক্ষন বা উপসর্গ।
লক্ষন হল দেহে যে পরিবর্তন যা ডাক্তার পরীক্ষা করে বা টেস্টে দেখেন
উপসর্গ হল দেহের যে পরিবর্তন রোগি দেখতে পারেন বা অনুভব করতে পারেন।
সবচেয়ে সচরাচর উপসর্গ হল হাড়ে ব্যথা ও ক্লান্তি
যখন মায়েলমার উপসর্গ হয় তখন সচ রা চর গুলো হল
অবসন্নতা, শ্রান্তি,প্রবল ক্লান্তি। রক্তাল্পতা বা কিডনি বিকল হলে।
পিপাসা,বার বার প্রস্রাব, পেটের গন্ডগোল, পেশি দুর্বল
শ্বাস কস্ট স্বাভাবিক কাজ কর্ম করার সময়,মাথা ঝিম ঝিম।
ফ্যাকাসে মুখ।
হাড়ে ব্যথা,বা হাড় ভাঙা অজ্ঞাত কারনে, অটল হতে পারে, বা পুন পুন।
পুন পুন সংক্রমন ও জ্বর হতে পারে নিউমোনিয়া।
সহজে কালসিটে পড়া ও রক্ত ক্ষরণ।৷
স্নায়ু বৈকল্য।
শ্বাস কস্ট।।
কিছু উপসর্গের ব্যাখ্যা
পিছ কোমরে, পাজরে বক্ষ ফল্ কে ব্যথা।
অস্টিওলাইটিক লিজন হাড় ভেঙে ব্যথা, দুর্বল করে হাড়,হশ এতে ছোট ছোট ফ্রাকচার,শির দাঁড়ায় কশেরুকা ধসে পড়া,।৭০% মায়েলমা রোগি হাড়ে এমন লিজন হয়ার জন্য অভিযোগ করেন।
ক্লান্তি অবসন্নতা
মায়েলমা কোষের বৃদ্ধি আর অনেক সংখ্যার মায়েলমা কোষ অস্থি মজ্জায় লোহিত কণিকার উৎপাদন কমিয়ে করে রক্তাল্পতা। আর তা থেকে ক্লান্তি।
বার বার সংক্রমণ
অস্থি মজ্জায় মায়েলোমা সেল ভিড় করায় বিভিন্ন ধরনের দেহ প্রতি রোধী শ্বেত কণিকার উৎপাদন কমে যায়,।ইম্মুন সিস্টেম তাই সংক্রমণ রোধ করতে পারেনা তাই হয় অসুখ।
ক্লান্তির সাথে অন্য উপসর্গ। পিপাসা, বার বার প্রস্রাব, বমি ভাব,পেশি দুর্বল তা।
অস্থি র ভাংগন হওয়ার জন্য হাড় রক্তে ছেড়ে দেয় অতিরিক্ত ক্যালসিয়াম ( হাইপার ক্যালসিমিয়া)
হাইপার ক্যালসিমিয়া হলে ঘটে নানা উপসর্গ, ক্ষুদামান্দ্য,ক্লান্তি, পেশী দুর্বল তা,অস্থিরতা, চিন্তা করতে সমস্যা, হত বিহবল ভাব,কোস্ট বদ্ধ তা,পিপাসা, বার বার প্রস্রাব,
ডাক্তার ব্যবহার করেন সং ক্ষিপ্ত শব্দCRAB ব্যবহার করেন লক্ষন বর্ণনা করতে।
C Calcium elevation hyper calcaemia
.. রক্তে ক্যালসিয়াল মাত্রা বৃদ্ধি।
R Renal Failure Poor function of the kidneys that may be caused by deposition of Myeloma proteins in the kidneys.
কিডনি নিস্ক্রিয় হয়া।
A Anaemia. Low red blood cell count
রক্তাল্পতা।
B Bone abornmalities and lesions
হাডে অসবাভাবিকতা আর ক্ষত।হতে পারে ওসটিওপরোসিস।
আন্তর্জাতিক মায়েলোমা ফেডারেশন
৫০% রোগীর রয়েছে ৫ বছর বেচে থাকার হার

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.