মায়েলোমা সম্বন্ধে যা জানা ভাল ২

মায়েলোমা সম্বন্ধে যা জানা ভাল ২
এ সম্বন্ধে আরও জানার আগে আমরা জানি রক্ত কণিকা সম্বন্ধে
রক্ত কোষ শুরু হয় স্টেম কোষ হিসাবে, আর তা তৈরি হয় অস্থির ভেতর অস্থি মজ্জায়।
স্টেম কোষ স্বাভাবিক ভাবে পরিণত হয় সুস্থ লোহিত কণিকা,শ্বেত কণিকা,ও প্লাটিলেট বা অনুচক্রিকায়।
এরপর এরা ত্যাগ করে অস্থি মজ্জা আর প্রবেশ করে রক্ত স্রোতে
প্লাজমা কোষ হল এক ধরনের শ্বেত কণিকা, যেগুলো তৈরি করে এন্টি বডি, সেগুলোর সাহায্যে শ্ রীর লড়াই করতে পারে সংক্রমণের বিরুদ্ধে।
মায়েলমা শুরু হয় একটি প্লাজমা কোষে পরিবর্তন (মিউটেশন) এর মধ্য দিয়ে।
মায়েলোমা নির্ণয় করা হয় বোন ম্যারো টেস্ট, ব্লাড আর মূত্র পরীক্ষা ও ইমেজিং টেস্টের মাধ্যমে।
বোন ম্যারো,ব্লাড সেল,ও ব্লাড।
বোন ম্যারো বা অস্থি মজ্জা হল
বেশির ভাগ হাড়ের কেন্দ্রে অবস্থিত স্পঞ্জি টিস্যু। এখানে তৈরি হয় রক্ত কণিকারা।
ব্লাড সেল।
শুরু হয় আদি কোষ বা স্টেম কোষ হিসাবে। স্টেম কোষ বাড়ে, পরিপক্ক হয় বিভিন্ন ধরনের কোষে,লোহিত কণিকা,শ্বেত কণিকা,আর অনু চক্রিকা হয়ে।
লোহিত কণিকা, শ্বেত ক নিকা আর অনু চক্রিকা পরিপক্ক হয়ে প্রবেশ করে রক্ত স্রোতে।
লোহিত কণিকা।
সারা শরীরে বয়ে নিয়ে যায় অক্সিজেন। লোহিত কণিকার পরিমাণ কমে গেলে হয় এনিমিয়া বা রক্তাল্পতা।
তখন খুব ক্লান্তি বোধহয়,শ্বাস কস্ট হয়।ত্বক হয় ফ্যাকাসে।
শ্বেত কণিকা।
এরা দেহে লড়াই করে সংক্রমনের বিরুদ্ধে।
এরা পাচ রকমের।
এদের কে দুটি দলে ভাগ করি,লিম্ফোসাইট ও জীবাণু গ্রাসী কোষ।
+লিম্ফোসাইট হল সংক্রমনের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা
১। বি সেল
২। টি সেল
৩। এন কে বা ন্যাচারেল কিলার কেষ।
+জীবাণু গ্রাসী কোষ নিধন করে আর গ্রাস করে ব্যাকটেরিয়া।
৪। নিউট্রোফিল
৫। মনোসাইট
প্লাটিলেট বা অনু চক্রিকা
আহত স্থানে রক্ত জমাট বাধিয়ে রক্ত ক্ষরণ বন্ধ করতে সাহায্য করে।
প্লাজমা হল
রক্তের তরল অংশ। বেশি র ভাগ পানি থাকলেও প্লাজমাতে থাকে ভিটামিন, খনিজ,প্রোটিন, হরমোন,আর অন্যান্য রাসায়নিক।
স্বাভাবিক রক্ত কণিকা গননা।
পূর্ণ বয়স্ক। ল্যাব থেকে ল্যাবে হতে পারে সামান্য ভিন্নতা আর শিশু আর টিন এজার দের কিছু ভিন্ন। হতে পারে বয়স,গোত্র, দেশ ভেদে৷ ভিন্ন তা
লোহিত কণিকা গননা
পুরুষ প্রতি মাইক্রো লিটার রক্তে ৪.৫-৬ মিলিয়ন।
নারী৷ প্রতি মাইক্রো লিটারে ৪-৫ মিলিয়ন।
হেমাটোক্রিট। ( রক্তের যে অংশ লোহিত কণিকা দ্বারা গঠিত)
পুরুষ ৪২-৫০%
নারী ৩৬-৪৫%
হেমোগলোবিন
( লোহিত কণিকার যে রঞ্জক বহন করে অক্সিজেন)
পুরুষ প্রতি ১০০ মিলি লিটার রক্তে ১৪-১৭ গ্রাম
নারী প্রতি ১০০ মিলিলিটার রক্তে ১২*১৫ গ্রাম
এ হল পশ্চিমা মান এতদ্দেশে কম হতে পারে।
প্লাটিলেট গননা
১৫০০০০- ৪৫০,০০০ প্রতি মাইক্রো লিটার রক্তে।
শ্বেত কণিকা গননা
প্রতি মাইক্রো লিটার রক্তে ৪৫০০-১১০০০.
ডিফারেন্সিয়াল গননা
নিউট্রোফিল ৬০%
লিম্ফোসাইট ৩০%
মনোসাইট৷ ৫%
এওসিনোফিল ৪%
ব্যাসোফিল ১%

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.