মায়েলোমা সম্বন্ধে যা জানা ভাল
মায়েলোমা হল প্লাজমা কোষের ক্যানসার।
মাল্টিপল মায়েলোমা হল বিশ্বে দ্বিতীয় প্রধান সচরাচর ব্লাড ক্যানসার।
প্রতি বছর বিশ্ব জুড়ে নতুন নির্ণয় হচ্ছে ১৩০,০০০ জন নতুন মাল্টি পল মায়েলোমা রোগী।
এই রোগ বেশি দেখা যায় ৬৫-৭৪ বছরের রোগীদের মধ্যে।
পুরুষ নারীদের তুলনায় ১.৫× বেশি এ রোগে আক্রান্ত হন।
অস্থি মজ্জায় আছে বিশেষ ধরনের শ্বেত কণিকা বিটা লিম্ফোসাইট (বি কোষ) এরা উৎপাদন করে অসবাভাবিক প্রোটিন ( মনো ক্লোনাল প্রোটিন) এভাবে সূচনা হয় মায়েলোমার।
মায়েলোমা কোষ সাধারণত পাওয়া যায় অস্থি মজ্জায় তবে তা পুঞ্জিভূত হতে পারে অন্য ত্র, ত্বক, পেশি,রক্তে ফুস ফুসে।
এমন পুঞ্জিভূত হলে এদের নাম প্লাজমা সাইটমা।
সবচেয়ে সচরাচর মায়েলমা হল মাল্টিপল মায়েলোমা
মাল্টিপল মায়েলোমা হল বিশ্বে দ্বিতীয় প্রধান ব্লাড ক্যানসার।
মাল্টিপল মায়েলোমা হল প্লাজমা কোষের ক্যানসার।
আর প্লাজমা কোষ হল অস্থি মজ্জার কোষ যা তৈরি করে এন্টি বডি।
।
এমন ক্যানসার কে মাল্টিপল বলা হয় কারণ মায়েলোমা কোষ কখনও কখনও অস্থি মজ্জার অনেক গুলো এলাকায়।
মাল্টিপল মায়েলোমা ইম্মুন সিস্টেম অবদমন করে আর এতে স্বাভাবিক এন্টি বডি উৎপাদন হৃাস পায়।
মায়েলোমা কোষ উৎপন্ন করে যে ধরনের ইম্মুন গ্লবুলিন এর ভিত্তিতে হয় এদের ধরন।বা উপ ধরন
টাইপ আই জি জি (সাব টাইপ কাপ্পা ও সাব টাইপ লেম্বডা) হল সব চেয়ে সচরাচর ধরনের মাল্টিপ্ ল মায়েলমা।
Blood, Heart and CirculationBones, Joints and MusclesHematology and Transfusion MedicineHuman BodyMultiple MyelomaOncologySpeciality