মায়েলোমা সম্বন্ধে যা জানা ভাল৷ ৩
মায়েলোমা হল প্লাজমা সেল ক্যানসার।
প্লাজমা সেল হল শ্বেত কণিকার এক ধরণ।
সুস্থ প্লাজমা কোষ হল দেহ প্রতি রোধ ব্যবসথার অংশ,এরা তৈরি করে প্রোটিন এন্টি বডি যা সংক্রমণের বিরুদ্ধে করে লড়াই।
মায়েলোমারা শুরু অস্থি মজ্জা বা বোন ম্যারোতে
একটি একক প্লাজমা কোষের পরিবর্তন বা মিউটেশান এর মাধ্যমে হয় আরম্ভ।
স্বাভাবিক ভাবে অস্থি মজ্জায় অপরিপক্ক বি কোষ পরিণত হয় স্বাভাবিক প্লাজমা কোষে
কিন্তু মায়েলোমার ক্ষেত্রে একটি প্লাজমা কোষে মিউটেশন একে রূপান্তরিত করে মায়েলোমা কোষে।
এই মিউটেটেড মায়েলোমা কোষ পরিণত হয় অনেক অনেক মায়লোমা কোষে।
অস্থি মজ্জায় মায়েলোমা কোষগুলো বহু সংখ্যায় বর্ধিত হতে থাকে,এরা অন্যান্য সুস্থ কোষ দের স্থানে ভিড় জমায়,আর তাই সব রক্ত কণিকার সংখ্যা কমতে থাকে।
সুস্থ এনটিবডির স্থলে মায়েলোমা কোষ তৈরি করে অসবাভাবিক এন্টি বডি যা দেহের কাজে লাগেনা,এরা দেহ প্রতি রোধে কাজে লাগেনা বরং ক্ষতি করে কিডনির।মায়
মায়েলোমা কোষ হাড় থেকে সরে জমা হতে পারে দেহে অন্য স্থানে। একে বলে প্লাজমা সাইটোমা
মায়েলোমা যা দেহে কয়েকটি স্থানে থাকলে একে বলে মাল্টিপল
মায়েলমা
খুব ধীরে বাড়তে থাকা মায়েলমা হল স্মল্ডারিং মায়েলনা
মায়েলমা একক কোষ পুঞ্জ করলে একে ব লে
সলিটারি মায় লমা।
মায়েলোমা ধরন উপ ধরন
আই জি এ ( কাপপা বা ল্যামবডা) ২০%
আইজি জি (কাপপা বা ল্যামবডা) সচরাচর ৬০%
লাইট চেন মাত্র ১৫-২০%
নন সিক্রেটরি (মনোক্লনাল এন্টি বডি নিস রন করে অল্প বা করেনা) ১-২%
আই জি এম ( কাপপা বা ল্যাম্বডা) ১-২%
মায়েলমা কি রকম প্রভাব ফেলে শ শরীরএ
অস্থি।৷
মায়েলমা সাধারণত শিরদাড়া,করোটি,পেলভিস,পাজর,স্কন্ধ,হিপের অস্থি মজ্জায় বাড়তে থাকে।
রক্ত। মাল্টিপ ল মায়েলমা হল বোন ম্যারো প্লাজমা কোষের ক্যানসার
মায়েলোমা নতুন রক্ত কনিকার উতপাদন বিশৃঙ্খল করে দেয়।
কিডনি
৫০% সক্রিয় মাল্টি পল মায়েলোমা রোগীর হয় কিডনি রোগ।
ইম্যুন সিস্টেম
মায়েলোমা অবদমনন করে দেহের ইম্যুম রেসপন্স, হৃাস করে দেহের স্বাভাবিক মাত্রার এন্টি বডি
Blood, Heart and CirculationBones, Joints and MusclesHematology and Transfusion MedicineHuman BodyMultiple MyelomaOncologySpeciality