মুখে দুর্গন্ধ যখন ক্রনিক (বিজ্ঞানে বলে হ্যালিটসিস), বা বদ বু কারো থাকলে তার কাছে ধারে কেউ ঘেষবে না।
মুখে দুর্গন্ধ হলে করণীয়
- অনেকে প্রথম এলকোহল ভিত্তিক মাউথওয়াশ ব্যবহার করেন।
মাউথওয়াশে অনেক সময় থাকে ক্ষতিকর পদার্থ। করবেন বেকিং সোডা বা সোডি বাই কার্ব পানির সাথে মিশিয়ে কুলি করুন। দারুণ কাজ হয়।
- ওরাল হাইজিন বজায় রাখবেন
- মুখ আদ্র রাখুন, প্রচুর পানি পান করুন
- গাঢ় সবজি, কমলা রঙের ফল,মৌরি চিবান
- জরুরি বাজে গন্ধ তাড়াতে পানি নিয়ে কুলি করুন