সেই দম্পতি একদিন উকিলের কাছে গেল, বলল ” দেখুন একসঙ্গে অনেক লড়াই করে ঘর করলাম ৪০ বছর । ছেলে মেয়েদের জন্য । অরা সব বড় হয়েছে আর আমরা একসঙ্গে থাকতে পারছিনা , আমরা বিবাহ বিচ্ছেদ চাই ।”
উকিল ভাবনায় পড়ল । এই বৃদ্ধ দম্পতি এত বছর পর বিবাহ বিচ্ছেদের জন্য কেন এলো ?
সে সংক্রান্ত প্যাপার সই করলেন উকিল
যখন প্যাপার টি সাইন হচ্ছিল তখন মহিলাটি বললেন ” দেখ আমি তোমাকে ভালবাসি কিন্তু আমি আর তোমার সাথে থাকতে পারছিনা । । আমি দুঃখিত । ।”
পুরুষ টি বলল ” ঠিক আছে , আমি বুঝতে পারছি ”
প্যাপার সাইন করে উকিল বললেন “আজ অন্তত একসঙ্গে ডিনার করুন ।
ডিনার টে বিল ছিল শান্ত নীরব । ডিনারে ছিল আস্ত মুর্গির রোস্ট । পুরুষ টি মহিলাকে মুর্গির রোস্ট টা এগিয়ে দিয়ে বলল , ” তুমি রানের হাড় টা নাও আমি জানি তুমি এটা ভালোবাসো ” মহিলাটি ভাবল এত বছরেও সে বুঝলনা আমি রান খেতে মোটেও ভাল বাসিনা ”
সে রাতে কেউ ঘুমালনা । পুরুষ টি ভাবল আমি তাকে বলি আমি দুঃখিত । আমি তোমাকে ভালবাসি ” সে তাকে ফোন করল , ফোন বেজেই চলল কিন্তু সে ধরলনা ।
ওদিকে মহিলাটাও অনেক দুঃখ পেয়েছে । সে ভাবছে কেনও এত বছরে ও সে তাকে চিনতে আর বুঝতে পারলনা । সে তাকে ভালবাসে কিন্তু তার সঙ্গে আর ঘর করা সম্ভব নয় ।
ফোন বেজেই চলল , সে বুঝল এটা তারই কল , কিন্তু সে ধরলনা ।
এদিকে সেই লোকের হার্টের সমস্যা ছিল । রাতে তার হার্ট এটা ক হল । মনঃকষ্টে এমন ঘটনা ঘটল ।
সকালে মহিলা খবর পেল পুরুষ টি আর নেই
সে একটি চিরকুট রেখে গেছে
এতে লেখা ঃ ” প্রিয়তমা , যত ক্ষণে তুমি আমার এই চিঠি টি হাতে পাবে আর পড়বে ত ত ক্ষণে আমি অনেক দূরে । আমি তোমার জন্য জন্য একটি পলিসি রেখে গেলাম যার মূল্য মান ১০ লক্ষ ডলার । আশা করি আমি বিয়ের সময় যে অঙ্গীকার করেছিলাম এই পলিসি তা পুরন করবে । আমি তোমাকে জানাতে চাই যে আমি সব সময় তোমার কাছে পাশেই আছি আর আমি তোমাকে ভালোবাসি
ভালো থেকো ।
নীতি সূত্র আপনি যদি আপনার প্রিয়জন / স্বামী / স্ত্রী কাউকে ভালবাসেন তাহলে জানিয়ে দিন মুখ ফুটে বলুন কারন আপনি জানেন না পর মুহূর্তে কী ঘটতে যাচ্ছে ।