রক্তে কমাবেন কোলেস্টেরল ?

রক্তে কমাবেন কোলেস্টেরল ?
কোলেস্টেরল প্রধানত তৈরি হয় যকৃতে আর এর আছে নানা কাজ কর্ম । আবার শরীরে খুব বেশি কোলেস্টেরল হলে বা ভুল স্থানে কোলেস্টেরল জমলে হতে পারে কোলেস্টেরল , কোলেস্টেরল দু রকমের মন্দ কোলেস্টেরল বা এল ডি এল আর ভাল কোলেস্টেরল বা এইচ ডি এল । আমাদের বাড়াতে হবে এইচ ডি এল । আর কমাতে হবে মন্দ এল ডি এল ।শরীরে যে পরিমাণ কোলেস্টেরল দরকার যকৃত তা তৈরি করে । কোলেস্টেরল যে প্যাকেজ হয়ে রক্তে ভাসে এর নাম লাইপো প্রোটিন । এরা ঠিক পরিবহনের মত যেগুলো কোলেস্টেরল বয়ে নিয়ে যায় দেহ কোষে । লো ডেনসিটি কোলেস্টেরল বা এল ডি এল কোলেস্টেরল নিয়ে যায় শরীরে কোষে যেখানে প্রয়োজন । আমাদের যকৃৎ নিঃসৃত করে হাই ডেনসিটি কোলেস্টেরল বা এইচ ডি এল । এরা অ -ব্যবহৃত কোলেস্টেরল আবার ফিরিয়ে নিয়ে যায় যকৃতে । অনেক কোম্পানি লো কোলেস্টেরল প্রোডাক্ট বিজ্ঞাপন দিলেও খাদ্যের কোলেস্টেরলের খুব কম প্রভাব রক্তের কোলেস্টেরল মানের উপর । কারণ আপনি যা খাচ্ছেন যে পরিমাণ যা খাচ্ছেন এর তুলানায় যকৃৎ তৈরি করে কোলেস্টেরল । শরীর যদি খাদ্য থেকে কোলেস্টেরল বেশি শুষে নেয় তখন যকৃৎ উৎপাদন করে কম কোলেস্টেরল ।তাই খাদ্যের কোলেস্টেরল এর প্রভাব রক্তের কোলেস্টেরলের উপর অত নয় ।
খাদ্যে আছে অন্যান্য উপকরন সে গুলো কম গুরুত্ব পূর্ণ নয় যেমন গুরুত্ব পূর্ণ জিন গত উপাদান , ধূমপান আর নিষ্ক্রিয় জীবন যাপন ।
তাই কোলেস্টেরল মান কমাতে আমাদের নজর দিতে হবে মনো আনসেচুরেটে ড ফ্যাটের দিকে । এ ধরনের ফ্যাট খাদ্যে যুক্ত করলে কমবে এল ডি এল আর বাড়বে উপকারি এইচ ডি এল । ২৪ জন সেচ্ছা সেবি যারা গ্রহন করেছিলেন মনো আন সে চু রে টে ড সমৃদ্ধ খাবার তাদের রক্তে বেড়েছিল উপকারী এইচ ডি এল ১২ শতাংশ । সেচু রে টেড কম এমন খাদ্যের তুলনায় ঘটেছিল এমন পরিবর্তন । লাইপ প্রোটিন এ অক্সি ডে শন আর অন্যান্য যে সব ক্ষতি ঘটে লাইপো প্রোটিনে সেই ক্ষতি ও কমায় মনো আন সেচু রে টে ড ফ্যাট । এমন অক্সি ডে শনের পরিণতিতে ধমনী গাত্রে কোলেস্টেরল জমা হওয়া আর এটি রুদ্ধ হবার ঘটনা ঘটে ।২৬ জন স্বেচ্ছা সেবিদের উপর গবেষণায় দেখা গেল ডায়েটে পলি আন সেচু রে টে ড ফ্যাটের বদলে মনো আন সেচু রে টে ড ফ্যাট দিলে ফ্যাট আর কোলেস্টেরলের অক্সি ডে শন হ্রাস পায় । তাই ভোজ্য তেল ব্যবহার করুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল । খাবেন প্রচুর এভো কে ডো ।
খাবেন বাদাম যেমন পি নাট , কাজু বাদাম , আখরোট ।
এর পর ব্যায়াম । হার্ট স্বাস্থ্যের জন্য এটি উইন উইন ব্যাপার । কেবল ফিটনেস বাড়ায় তাই নয় , কমায় স্থূলতা আর কমায় ক্ষতিকর এল ডি এল । বাড়ায় উপকারি এইচ ডি এল ।কঠোর নয় এমন ব্যায়াম যেমন হাঁটলেও বাড়ে এইচ ডি এল । ব্যায়াম আরও দীর্ঘ সময় করলে , কঠোর তর করলে সুফল হয় বেশি । ১৩ টি গবেষণা পর্যালোচনায় দেখা গেছে সপ্তাহে ৫ দিন ৩০ মিনিট হাঁটলে / শরীর চর্চায় কমে কোলেস্টেরল , কমে হার্ট ডিজিজের ঝুকি । যে শরীর চর্চা হৃদ হারের মেক্সিমাম ৮৫ শতাংশ তুললে বাড়ায় এইচ ডি এল আর কমায় এল ডি এল ।যত বেশি সময় ব্যায়াম তত বেশি সুফল । রেজিসটেনস ব্যায়াম যেমন ভার উত্তোলন কমায় এল ডি এল ।
৩। খাবেন দ্রবণীয় আঁশ ,। উদ্ভিজ্জ এই আঁশ মিথস্ক্রিয়া করে আমাদের অন্ত্রের ব্যাক টে রিয়ার সাথে , আর পরোক্ষ ভাবে প্রভাব ফেলে কোলেস্টেরলের উপর । ৩০ জন পূর্ণ বয়স্ক ১২ হপ্তা গ্রহন করলেন ৩ গ্রাম দ্রবণীয় আশ সাপ্লিমেন ট , এতে কমলো এল ডি এল ১৮ শতাংশ / কোলেস্টেরল কমাবার ওষুধ ষ্টেটিন এর কার্যকারিতা বাড়িয়ে দেয় দ্রবণীয় আশ গ্রহন । ১২ হপ্তার গবেষণা ১৬ গ্রাম মেটা মুসিল দেয়া হল ৬৮ জনকে এর সঙ্গে প্রতিদিন ১০ মিলিগ্রাম কোলেস্টেরল কমাবার ওষুধ । সুফল এল ।
দ্রবণীয় আশের উৎস বিন , ডাল পিজ , ফল , ওট , গোটা শস্য যেমন লাল আটা , লাল চাল । সিলিয়াম হাস্ক সাপ্লিমেন ট /
৪। ধূমপান করবেন না । বাড়ায় হার্ট ডিজিজের ঝুকি । দেহে কোলেস্টেরল বিপাক যায় বদলে । ধূমপায়ীর ইম্মুন কোষ কোলেস্টেরল ধমনী গাত্র থেকে রক্তে আর পরে যকৃতে ফেরাতে পারেনা । টোব্যাকো টার ঘটায় এমন ক্ষতি । সৌভাগ্য বশত ধূমপান ছেড়ে দিলে এসব পরিবর্তন আবার সবাভাবিক হয়ে যায় । তাই ধূমপান ছাড়া দেরি নয় করুন ।
খালি পেটে সকালে রক্তের নমুনা দিন মেপে নিন কোলেস্টেরল , ল্যাবে ।

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.