লিপিড মার্কার হৃদ দুর্ঘটনার সংকেত আগাম জানাতে পারে ২০ বছর আগে।
এপোলাইপোপ্রোটিন বি ( এপো বি) এবং এপোলাইপোপ্রোটিন এ-১ (এপো এ১)
- এপো বি’র উচ্চতম মাত্রা আর এপো এ-১-এর নিম্নতম মাত্রা তিনগুন বেশি সম্ভাবনা আনে হার্ট অ্যাটাকের।
- এপো বি / এপো এ-১ অনুপাত হৃদ ঝুঁকি নির্ণয়ে গুরুত্বপূর্ণ।
গবেষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেনে