জন্মের পর শিশুরা তার মুখের সামনের অল্প কিছু দূরত্ব পর্যন্ত দেখতে পায় এবং জন্মের কয়েক সপ্তাহ পর্যন্ত সব রঙ এর উপস্থিতি পুরোপুরি বুঝতে পারেনা। কিন্তু এই সময় শিশুর শ্রবণশক্তি বিকাশিত থাকে এবং সে কোন জিনিসের গঠনবিন্যাস ভালোমত বুঝতে পারে। তাই প্রথম দিকে শিশুকে নিম্নোলিখিত খেলনাগুলো খেলার জন্যে দেয়া যায় :
• কব্জি বা মোজার র্যাটেল
• যেসব খেলনা স্পর্শ করলে কুঁচকে যায়, রিং হয় না মোচড়াতে থাকে পাশাপাশি যাদের গঠনবিন্যাসে বেশ বৈচিত্র্য থাকে।
• ধোয়া যায় এরকম নরম খেলনা, শিশুরা সাধারণত প্রথম সপ্তাহের খেলনার প্রতি শৈশব পর্যন্ত আকর্ষণ বোধ করে।
• মিউজিকাল খেলনা যা শিশুর মৃদু লাথি কিংবা স্পর্শে বাজতে থাকে।
• শিশুর দোলনার পাশে ছোট আয়না রাখা যেতে পারে।
• পশু পাখির ছবিযুক্ত রঙিন কাপড়ের বই
* কবিতা কিংবা ছড়ার বই, এসব বই থেকে মায়ের কন্ঠে একই ছড়া কিংবা গান বারবার শুনতে শিশু খুব উপভোগ করে।
• সবশেষে একটা দোলনা। সাধারণত দোলনায় দোল খেতে খুব প্রশান্তি বোধ করে পাশাপাশি দোলনার সাথে সাথে আশেপাশের সবকিছুকে দুলতে দেখে সে বেশ অবাক ই হয়।